Smartphone Photography Tips

স্মার্টফোনেই সম্ভব ডিএসএলআর মানের ফটোগ্রাফি

পুজোয় বেড়াতে বেরিয়ে ভাল ছবি তোলার জন্য এখন আপনার হাতের স্মার্টফোনটাই যথেষ্ট। জানতে হবে শুধু সেটিং-এর কিছু সহজ বিষয়।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১৮:৩৭
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

স্মার্টফোন ব্যবহারকারীরা মনে করেন, ফটো তোলার একমাত্র অপশন ক্যামেরা। কিন্তু আজকের আলোচনা হোক যা স্মার্টফোনে খুব সহজে এমন কিছু সেটিং-এর বিষয়ে, যার হাত ধরে ডিএসএলআর- এর মতো ছবি পেতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনই। এই উৎসবের মরসুমে ভিড়ে ছবি তোলার ভরসা হয়ে উঠুক আপনার স্মরফোনটাই। স্মার্টফোনে ডিএসএলআরের মতো ছবি তুলতে হলে আপনাকে সঠিক আলো, সেটিংস, কম্পোজিশন এবং এডিটিং ব্যবহার করতে হবে।

Advertisement

এখানে কিছু টিপস দেওয়া হলো:

প্রথমত: আপনি যে জিনিসের ছবি তুলতে যাচ্ছেন, তার উপরে ফোকাস লক করে ম্যানুয়ালি এক্সপোজার অ্যাডজাস্ট করুন। ফলে আলো-আবছায়াতেও ক্যামেরার উপরে আপনার ভাল নিয়ন্ত্রণ থাকবে। এমনকি ছবির ব্যাকগ্রাউন্ডে যে এক্সপোজার কন্ট্রোল বা আলোর যে অ্যাডজাস্টমেন্ট, তা হবে একেবারে যথাযথ।

দ্বিতীয়য়ত: প্রাকৃতিক আলোতে ছবি তুলুন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় ছবি সবচেয়ে সুন্দর হয়। পিছন থেকে আলো এলে silhouette effect পাবেন। লেন্স পরিষ্কার রাখুন। লেন্সে আঙুলের ছাপ বা ধুলো থাকলে ছবি ঝাপসা হবে।

তৃতীয়ত: আপনি যদি পোর্ট্রেট মোড ব্যবহার করেন, একদম ডিএসএলআর-এর মতো ব্লার ব্যাকগ্রাউন্ড এফেক্ট এ ছবি উঠবে। Lightroom, Snapseed, VSCO ইত্যাদি অ্যাপ দিয়ে রঙ, আলো, কনট্রাস্ট ঠিক করুন। হালকা এডিট করলে ছবিটা DSLR-এর মতো উজ্জ্বল ও পরিষ্কার দেখাবে।

চতুর্থত: একেবারে সোজা সামনে থেকে না তুলে একটু নিচ থেকে বা পাশ থেকে ছবি নেবেন। নিচু হয়ে শুট করলে সাবজেক্ট বড় আর ব্যাকগ্রাউন্ড সুন্দর দেখাবে। রাস্তা, রেললাইন, সিঁড়ি, করিডর—এসব রেখা ব্যবহার করলে ছবির কম্পোজিশন আরও আকর্ষণীয় হয়। এখনকার দিনে ছবি তোলার পাশাপাশি অনেক সময়ে ভিডিয়ো রেকর্ডিং করেন অনেকেই। ভিডিও রেকর্ড করার আগে সব সময়ে মাথায় রাখবেন সর্বোচ্চ রেজলিউশনে আপনার ভিডিয়োটা রেকর্ড হচ্ছে কি না। না হলে সেটাকে সেট করুন। আপনার ফোন যদি কমদামি হয়, সেক্ষেত্রে 1080p সেট করতে পারেন, না হলে 4k সুবিধা পেলে তাতেই সেট করুন। আর মনে রাখবেন, ভিডিয়ো তোলার সময়ে সর্বদা যেন স্টেবিলাইজেশন মোডটা অন করা থাকে।

বিশেষ করে খেয়াল রাখবেন আপনার হাত যেন স্টেডি থাকে। হাত কেঁপে গেলে ছবি খারাপ হতে পারে। প্রয়োজনে ট্রাইপড ব্যবহার করতে পারেন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Advertisement
আরও পড়ুন