GST In Food Delivery

বাড়ছে খরচ, দ্রুত খাবার ও পণ্য পৌঁছে দেওয়ার অ্যাপে দিতে হবে জিএসটি

ফলে ব্লিঙ্কিট, জ়েপটো, ইনস্টামার্টের মতো অ্যাপে জিনিস দ্রুত আনানোর খরচ আগের থেকে বেশি পড়ছে ক্রেতার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৯
‘ডেলিভারি চার্জে’ বসছে জিএসটি

‘ডেলিভারি চার্জে’ বসছে জিএসটি ফাইল চিত্র।

গত কয়েক বছরে হুড়মুড়িয়ে বেড়েছে বাড়িতে বসে পছন্দের রেস্তরাঁ থেকে খাবার কেনার ঝোঁক। সোমবার থেকে এই পরিষেবার জন্য ক্রেতার খরচ বাড়ল। জ়োম্যাটো, সুইগির মতো সংস্থা ক্রেতাকে খাবার পৌঁছলেই, তাদের ‘ডেলিভারি চার্জে’ বসছে ১৮% জিএসটি। তা বসছে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার নেট পরিষেবা ‘কুইক কমার্সেও’। ফলে ব্লিঙ্কিট, জ়েপটো, ইনস্টামার্টের মতো অ্যাপে জিনিস দ্রুত আনানোর খরচ আগের থেকে বেশি পড়ছে ক্রেতার। তবে অ্যামাজ়ন, ফ্লিপকার্টের মতো নেট বাজার থেকে জিনিস কেনায় এই কর বসবে না।

নেটে খাবার ও দ্রুত পণ্য কেনার ক্ষেত্রে এতদিন জিএসটি বসত না। শুধু পরিষেবা দেওয়ার জন্য ছিল প্ল্যাটফর্ম ফি, ডেলিভারি চার্জ, প্যাকেজিং ফি, প্যাকেজিং ফি-এর উপরে জিএসটি ও রেস্তোরাঁ থেকে খাবার কিনতে তাদের দেয় জিএসটি। সবটাই বইতেন ক্রেতা। এ বার তার সঙ্গে যোগ হল ডেলিভারি চার্জে ১৮% কর। এই হার এতটা বেশি হওয়ায় অসন্তুষ্ট ক্রেতারা। বিশেষত উৎসবের মরসুমে যখন খাবার কেনা বাড়বে, তখনই এই সিদ্ধান্ত খরচ বাড়াবে। এখন রেঁস্তোরায় খাবার খেতে লাগে ৫% জিএসটি।

আরও পড়ুন