Business Corridor

রাজ্যে শিল্প করিডর তৈরির জন্য ৩৪৮৫ কোটি ঋণ দিচ্ছে এডিবি

ছ’টি শিল্প করিডরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলি তৈরি হয়ে গেলে বাংলার ছবি বদলে যাবে। তাঁর দাবি, সম্প্রতি রাজ্যে ১.৩৩ লক্ষ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে। তাতে ১.৮০ লক্ষের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ০৮:৫৪
৪০,০০০ কোটি খরচ করবে রাজ‍্য।

৪০,০০০ কোটি খরচ করবে রাজ‍্য। —প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গে ছ’টি শিল্প করিডর তৈরির জন্য মোট ৩৪৮৫ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব‍্যাঙ্ক (এডিবি)। সম্প্রতি শিল্পমন্ত্রী শশী পাঁজা জানান, বাংলার সার্বিক আর্থিক উন্নয়নের লক্ষ্যেই ধার দিচ্ছে এডিবি। যদিও ওই ছ’টি করিডর তৈরিতে খরচ হবে ৪৩,৬২৪ কোটি টাকা। বাকি প্রায় ৪০,০০০ কোটি খরচ করবে রাজ‍্য।

মন্ত্রী জানান, ছ’টি শিল্প করিডরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলি তৈরি হয়ে গেলে বাংলার ছবি বদলে যাবে। তাঁর দাবি, সম্প্রতি রাজ্যে ১.৩৩ লক্ষ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে। তাতে ১.৮০ লক্ষের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর মধ‍্যে রয়েছে ইস্পাত, তেল-গ‍্যাস, অ‍্যালুমিনিয়ামের মতো ক্ষেত্র। একই সঙ্গে তিনি রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পতালুক বেঙ্গল সিলিকন ভ‍্যালির কথাও উল্লেখ করেন। জানান, ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পের ক্ষেত্রে দেশের মধ্যে সেরা এ রাজ‍্য, যেখানে ৯০ লক্ষের বেশি এমন শিল্প সংস্থা আছে। তাতে প্রায় ১.৩০ কোটি মানুষ কাজ করেন। এর মধ্যে ৩৭ শতাংশই মহিলা পরিচালিত। এমনটাও দেশে আরও কোথাও নেই, দাবি তাঁর।

আরও পড়ুন