বনমন্ত্রী বিরবাহা হাঁসদা। ফাইল চিত্র।
দুর্ঘটনার কবলে মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মেদিনীপুর শহরের পোস্ট অফিস রোডে। গাড়ির চালক ও বাকি যাত্রী-সহ সুরক্ষিত আছেন বনমন্ত্রীও।
সূত্রের খবর, সোমবার জেলা পরিষদ হয়ে পঞ্চুরচকের দিকে যাওয়ার পথে এলআইসি মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। উল্টোদিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা মারে মন্ত্রীর গাড়িতে। দু’টি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও গাড়িতে থাকা মন্ত্রী এবং বাকি আরোহীদের তেমন কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
পরবর্তীকালে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ এসে ঘাতক গাড়িটিকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।