Cristiano Ronaldo- Novak Djokovic

রোনাল্ডোর থেকে পুরস্কার পেয়ে স্বপ্নপূরণ নোভাকের

প্রথম বার গ্লোব স্পোর্টস পুরস্কার পান টেনিসের কিংবদন্তি জোকোভিচ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন পর্তুগালের মহাতারকা রোনাল্ডো।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ০৬:৫৪
কিংবদন্তি: পুরস্কার পেয়ে আপ্লুত জোকোভিচ। পাশে রোনাল্ডো।

কিংবদন্তি: পুরস্কার পেয়ে আপ্লুত জোকোভিচ। পাশে রোনাল্ডো। ছবি: এক্স।

এক মঞ্চে দুই কিংবদন্তি। দু’জনেই দু’জনের শ্রেষ্ঠত্বকে সম্মান জানালেন। এক জন অন‌্য জনের থেকে পুরস্কার নিয়ে তাঁর স্বপ্নপূরণের স্মৃতিচারণ করলেন। রবিবার দুবাইয়ে এক অনুষ্ঠানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নোভাক জোকোভিচের উপস্থিতিতে এমনই বহু স্মরণীয় মুহূর্ত তৈরি হল।

এই অনুষ্ঠানে প্রথম বার গ্লোব স্পোর্টস পুরস্কার পান টেনিসের কিংবদন্তি জোকোভিচ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন পর্তুগালের মহাতারকা রোনাল্ডো। তিনি নিজে মধ‌্যপ্রাচ‌্যের সেরা ফুটবলার হয়েছেন। সেই পুরস্কার পেয়ে আবেগপ্রবণ হয়ে জোকোভিচ বলেছেন, “আমি বিস্মিত। রোনাল্ডোর থেকে এই পুরস্কার পাওয়ার পরে আমার স্বপ্নপূরণ হয়েছে। ও সবসময় আমাকে প্রেরণা জুগিয়েছে।” তাঁর সংযোজন, “আমরা একই খেলার প্রতিনিধিত্ব না করলেও দু’জনেই দু’জনকে এগিয়ে যাওয়ার কথা বলি।” প্রত‌্যুত্তরে রোনাল্ডো বলেছেন, “জোকোভিচ এখনকার ও আগামী প্রজন্মের খেলোয়াড়দের কাছে আদর্শ উদাহরণ।”

এ দিকে রোনাল্ডো আরও এক বার প্রমাণ করেছেন বয়স তাঁর কাছে নিছকই সংখ‌্যামাত্র। সৌদি প্রো লিগে আল আখদুদের বিরুদ্ধে আল নাসের-এর ৩-০ জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন রোনাল্ডো। তার পরেই তাঁর গোলসংখ‌্যা দাঁড়িয়েছে ৯৫৬-তে। এই ম্যাচে প্রায় ৬৫ বছরের পুরনো নজিরও স্পর্শ করছেন সি আর সেভেন। ৩০ বছরের পরে সব চেয়ে বেশি গোল করার ক্ষেত্রে রুনি রুকের রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি। তাঁর পরের লক্ষ‌্য ১০০০ গোল করা। তিনি বলেছেন, “আমার লক্ষ‌্য সম্পর্কে সকলেই জানেন। চোট না পেলে এক হাজার গোল করবই।’’

আরও পড়ুন