Trade Deal

ভারতের উপর শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব আনার তোড়জোড় আমেরিকাতেই!

ভারতীয় পণ্যে ৫০% আমদানি শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার সম্প্রতি চালের শুল্কও বাড়ানোর হুমকি দিয়েছেন। অনেকে মনে করছেন, ট্রাম্প সত্যিই তা করলে দুই দেশের সম্পর্কে তার বিরূপ প্রভাব পড়তে পারে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৭:২১
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতের উপর চড়া শুল্ক ঘিরে আমেরিকারই বিভিন্ন মহলে ক্ষোভ চড়ছে। এ বার তিন জন প্রভাবশালী জনপ্রতিনিধির সিদ্ধান্ত, হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসে শুল্ক বিরোধী প্রস্তাব আনবেন তাঁরা।

ভারতীয় পণ্যে ৫০% আমদানি শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার সম্প্রতি চালের শুল্কও বাড়ানোর হুমকি দিয়েছেন। অনেকে মনে করছেন, ট্রাম্প সত্যিই তা করলে দুই দেশের সম্পর্কে তার বিরূপ প্রভাব পড়তে পারে। ট্রাম্প এই সমস্ত পদক্ষেপই করছেন জরুরি অবস্থা সংক্রান্ত আইন কাজে লাগিয়ে। তাতে আইনসভার অধিকার খর্ব হওয়ায় অনেক জনপ্রতিনিধিই ক্ষুব্ধ।

শুল্ক বিরোধী প্রস্তাব আনতে চলেছেন নর্থ ক্যারোলাইনার ডেবোরা রস, টেক্সাসের ভাসি এবং ইলিয়নের ভারতীয় বংশোদ্ভূত রাজা কৃষ্ণমূর্তি। এঁরা বিরোধী ডেমোক্র্যাট দলের সদস্য। কৃষ্ণমূর্তির বক্তব্য, ‘‘ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি দায়িত্বজ্ঞানহীন। তা দু’দেশের বোঝাপড়ার ক্ষতি করছে। এতে আমেরিকার স্বার্থ বা নিরাপত্তা কোনও ভাবেই লাভবান হবে না। বরং জোগানশৃঙ্খলের ক্ষতি হবে। আমেরিকার কর্মীরা সমস্যায় পড়বেন। ক্রেতাদের খরচ বাড়বে।’’ রস জানাচ্ছেন, নর্থ ক্যারোলাইনায় ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা বিপুল। এই প্রদেশ ভারতীয় পণ্য এবং লগ্নির উপর নির্ভরশীল। ভারতীয় সংস্থায় বহু মানুষ কাজ করেন। ফলে ট্রাম্পের শুল্ক এই প্রদেশের পক্ষে ঝুঁকির।

অন্য দিকে, ভারতীয় পণ্যে এক তরফা শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকোও। কেন্দ্রের এক সূত্র জানিয়েছে, সরকারের তরফে সেই দেশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

আরও পড়ুন