ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ক্লাসরুমের ভিতর বসেছিলেন শিক্ষিকা। তিনি ক্লাসে প্রবেশ করতেই তাঁর কাছে হাসিমুখে এগিয়ে গেল এক খুদে। প্রিয় শিক্ষিকার হাতে গুঁজে দিল মুঠোভর্তি কাগজ। সেই কাগজে মুড়েই শিক্ষিকার জন্য উপহার এনেছে সে। কাগজের ভাঁজ খুলে উপহার দেখে আনন্দ ধরে রাখতে পারলেন না তরুণী। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দিব্যাডিজে৭৬২’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, স্কুলের এক ছাত্রী তাঁর শিক্ষিকার হাতে কাগজ মুঠো করে ধরিয়ে দিচ্ছে। কাগজের ভিতর কী রয়েছে সেই প্রশ্ন করায় খুদে জানায় যে, তার বাবা সম্প্রতি মুম্বই গিয়েছিলেন। সেখান থেকে শিক্ষিকার জন্য উপহার এনেছেন তিনি। কোনও রঙিন মোড়কে নয়। কাগজে মুড়েই সেই উপহার পাঠিয়েছেন শিক্ষিকাকে।
কাগজের ভাঁজ খুলে দেখতেই চমকে গেলেন তরুণী শিক্ষিকা। কয়েকটি মিষ্টি রয়েছে কাগজের মধ্যে। মুম্বই থেকে মেয়ের প্রিয় শিক্ষিকার জন্য মিষ্টি নিয়ে এসেছেন পড়ুয়ার পিতা। উত্তরপ্রদেশের এক সরকারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘দামি উপহারের চেয়ে এই উপহারের মূল্য অনেক অনেক বেশি।’’