Bank Strike

দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটে বিপর্যস্ত এটিএম পরিষেবাও

ইউএফবিইউ-র আহ্বায়ক সুদীপ দত্ত জানান, ৯ ফেব্রুয়ারি দিল্লিতে কেন্দ্রীয় শ্রম কমিশনার আইবিএ, কেন্দ্রীয় আর্থিক পরিষেবা বিভাগ এবং ইউএফবিইউকে নিয়ে বৈঠক করবেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:১৭
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে মঙ্গলবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেয় কর্মী-অফিসারদের সংগঠনের যৌথ মঞ্চ ইউএফবিইউ। তারা জানাল, এ দিন সর্বত্র ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হয়েছে। রাজ্যে বহু এটিএমেরও ঝাঁপ বন্ধ ছিল। ফলে আংশিক বিঘ্নিত হয় টাকা তোলার পরিষেবা। বহু জায়গায় খোলা এটিএম খুঁজে বেড়াতে হয়েছে।

ধর্মঘটীদের দাবি, প্রায় পাঁচ বছর পরে দেশে ব্যাঙ্ক ধর্মঘট হল। ইউএফবিইউ-র আহ্বায়ক সুদীপ দত্ত জানান, ৯ ফেব্রুয়ারি দিল্লিতে কেন্দ্রীয় শ্রম কমিশনার আইবিএ, কেন্দ্রীয় আর্থিক পরিষেবা বিভাগ এবং ইউএফবিইউকে নিয়ে বৈঠক করবেন। আশা, কেন্দ্র বিষয়টি নিয়ে আর টালবাহানা করবে না। মঙ্গলবার নিয়ে রাজ্যে টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ রইল। বাকি রাজ্যে চার দিন। এর ফলে চেক ভাঙাতে দেরি হতে পারে বলে আশঙ্কা। সূত্রের খবর, রাজ্যে ২২ জানুয়ারি জমা চেক ২৮-২৯ জানুয়ারি ক্লিয়ার হবে।

আইবকের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় এবং এআইএনবিওএফ-এর সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, ‘‘ধর্মঘট সফল। দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলন হবে।’’ এআইবিইএ-র সভাপতি রাজেন নাগর এবং বেফির সাধারণ সম্পাদক দেবাশিস বসু চৌধুরীর বার্তা, ‘‘সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ-র সঙ্গে চুক্তি হলেও কেন্দ্র তা মানছে না। দাবি থেকে সরব না আমরা।’’

আরও পড়ুন