Government Employees Gratuity

দু’বার সরকারি চাকরি পেলে পুনঃনিযুক্ত সরকারি কর্মচারীরা কি দু’বার গ্র্যাচুইটি পেতে পারেন? কী বলছে সরকারি নিয়ম?

জাতীয় পেনশন ব্যবস্থার অধীনে গ্র্যাচুইটি পাওয়া নিয়ে বিভ্রান্তি দূর করার জন্য একটি স্পষ্ট নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই নির্দেশিকা বিশেষ করে সামরিক বিভাগে কর্মরত থাকার পরে অসামরিক চাকরিতে যোগদানকারী কর্মীদের জন্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৭
re-government employee can receive more than one gratuity

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

চাকরি থেকে অবসর বা পদত্যাগের সময় সংস্থা যে এককালীন আর্থিক অনুদান দেয় তার নাম গ্র্যাচুইটি। সরকারি বা বেসরকারি যে কোনও ক্ষেত্রেই কর্মীরা গ্র্যাচুইটির সুবিধা পেয়ে থাকেন। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে একটি প্রশ্ন অনেকের মনেই ঘোরাফেরা করে। সরকারি কর্মচারীরা এক বার অবসর গ্রহণের পর আবার সরকারি পদে নিযুক্ত হলে কি দু’বার গ্র্যাচুইটি পেতে পারেন? বিশেষ করে সামরিক চাকরি থেকে অবসর নিলে? এই ধরনের নিয়োগের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে সরকারের?

Advertisement

জাতীয় পেনশন ব্যবস্থার অধীনে গ্র্যাচুইটি পাওয়া নিয়ে বিভ্রান্তি দূর করার জন্য একটি স্পষ্ট নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই নির্দেশিকা বিশেষ করে সামরিক বিভাগে কর্মরত থাকার পরে অসামরিক চাকরিতে যোগদানকারী কর্মীদের জন্য। পেনশন ও পেনশনভোগীদের কল্যাণ বিভাগ বিষয়টি নিয়ে ধোঁয়াশা দূর করতে ২০২৫ সালে সংশোধনীর ৪এ ধারায় সুস্পষ্ট নিয়ম ও শর্তাবলি উল্লেখ করা হয়েছে। এই মর্মে গত ২৬ সেপ্টেম্বর একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে জাতীয় পেনশন ব্যবস্থার এই বিভাগটি। সেখানে বলা হয়েছে, সুপারঅ্যানুয়েশন গ্র্যাচুইটি, অবসরকালীন গ্র্যাচুইটি, বাধ্যতামূলক অবসর গ্র্যাচুইটি কিংবা বরখাস্ত বা অপসারণের পর সহানুভূতিশীল গ্র্যাচুইটি— এই চারটির মধ্যে একটি গ্র্যাচুইটি গ্রহণ করলে দ্বিতীয় বার গ্র্যাচুয়িটির জন্য যোগ্য হবেন না ওই সরকারি কর্মী। পূর্ববর্তী গ্র্যাচুইটি চূড়ান্ত বলে বিবেচিত হবে। পরবর্তী সরকারি চাকরির জন্য কোনও নতুন গ্র্যাচুইটি পাবেন না তাঁরা।

তবে এই নিয়মটির একটি ব্যতিক্রমও রয়েছে। স্বায়ত্তশাসিত সংস্থা বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে কর্মরত ছিলেন ও পরে যথাযথ অনুমতি নিয়ে সরকারি চাকরিতে যোগদান করেছেন, তাঁরা দ্বিতীয় বার গ্র্যাচুইটির আওতায় পড়বেন। এ ক্ষেত্রে, পিএসইউ বা স্বায়ত্তশাসিত সংস্থা থেকে ইতিমধ্যে প্রাপ্ত গ্র্যাচুইটি ছাড়াও সরকারি চাকরির অতিরিক্ত গ্র্যাচুইটি সেই কর্মী পাবেন।

যাঁরা রাজ্য এবং কেন্দ্রীয় উভয় সরকারের অধীনে কাজ করেছেন, সেই সব কর্মচারীদের বিষয়েও স্পষ্ট করে নিয়ম জারি করেছে পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ। নির্দেশিকা অনুযায়ী, যদি কোনও কর্মচারী রাজ্য সরকারের চাকরি এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য আলাদা ভাবে গ্র্যাচুইটি গ্রহণ করেন, তবে প্রদেয় মোট গ্র্যাচুইটির একটি সর্বোচ্চ সীমা থাকবে।

নতুন শ্রম আইনে গ্র্যাচুইটির নিয়মে বড় বদল করেছে কেন্দ্র। আগে কোনও সংস্থায় টানা পাঁচ বছর কাজ না করলে পাওয়া যেত না এই আর্থিক সুবিধা। নতুন নিয়মে সেটা কমিয়ে এক বছর করেছে মোদী সরকার।

Advertisement
আরও পড়ুন