The Ashes 2025-26

অতিরিক্ত মদ্যপানেই ভরাডুবি? অ্যাশেজ়ের মাঝেই তদন্ত শেষ করল ইংল্যান্ড বোর্ড, জানিয়ে দিল স্টোকসদের নিয়ে সিদ্ধান্ত

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্দেশে তদন্ত করেছেন দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি। বোর্ডের কাছে নিজের রিপোর্ট জমা দিয়েছেন তিনি। কী বলা হয়েছে রিপোর্টে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ২৩:০১
cricket

বেন স্টোকস। —ফাইল চিত্র।

সত্যিই কি অতিরিক্ত মদ্যপানের কারণে অ্যাশেজ়ে সিরিজ় হেরেছে ইংল্যান্ড? সত্যিই কি ছুটির মেজাজে থাকায় খেলা থেকে মন সরে গিয়েছিল বেন স্টোকসদের? তদন্ত করে দেখেছেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্দেশে তদন্ত করেছেন তিনি। বোর্ডের কাছে নিজের রিপোর্ট জমা দিয়েছেন তিনি।

Advertisement

‘ডেইলি মেল’ জানিয়েছে, রিপোর্টে বলা হয়েছে, অতিরিক্ত মদ্যপানের যে অভিযোগ উঠেছিল তা ভিত্তিহীন। তেমন কিছু পাওয়া যায়নি। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে নুসা সমুদ্রসৈকতে ছুটি কাটাতে গিয়েছিল ইংল্যান্ড দল। সেখানে ক্রিকেটারের মদ্যপান করেছিলেন। তবে তা মাত্রা ছাড়ায়নি। বোর্ডের কোনও নিয়ম ক্রিকেটারেরা ভাঙেননি। তাই তাঁদের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

রিপোর্টে অবশ্য এ কথারও উল্লেখ রয়েছে যে, অ্যাশেজ়ের মতো সিরিজ়ে যতটা মনঃসংযোগ রাখা উচিত ছিল, ততটা দেখাতে পারেননি ইংল্যান্ডের ক্রিকেটারেরা। তাঁদের মধ্যে অল্প হলেও ছুটির মেজাজ ছিল। তার প্রভাব খেলায় পড়েছে। ফলে ক্রিকেটারদের শাস্তি না দেওয়া হলেও সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আবার এই ধরনের অভিযোগ উঠলে শাস্তি হতে পারে স্টোকসদের।

জানা গিয়েছে, মেলবোর্নে ইংল্যান্ডের জয় কিছুটা হলেও সুবিধা করে দিয়েছে স্টোকসদের। ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জিতেছে ইংল্যান্ড। যদি মেলবোর্নেও ইংল্যান্ড হারত, তা হলে হয়তো রিপোর্টের ভাষা আরও কড়া হত। সে ক্ষেত্রে হয়তো শাস্তি পেতেন স্টোকসেরা। কিন্তু এক টেস্টে জয় বাঁচিয়ে দিয়েছে তাঁদের।

মেলবোর্নে চতুর্থ টেস্টে নামার আগে রব জানিয়েছিলেন, সব বিষয় খতিয়ে দেখবেন তিনি। ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর বলেছিলেন, “অনেকেই অভিযোগ করছে, নুসায় দলের ক্রিকেটারেরা অতিরিক্ত মদ্যপান করেছে। যদি সেটা হয় তো অন্যায় হয়েছে। একটা জাতীয় দলের ক্রিকেটারেরা কখনওই সিরিজ়ের মাঝে অতিরিক্ত মদ্যপান করতে পারে না। তবে এখনও সে রকম কোনও খবর আমি পাইনি।” তাঁর রিপোর্টও সেই কথাই বলল।

ইংল্যান্ডের দুই ক্রিকেটার হ্যারি ব্রুক ও জেকব বেথেলকে আগে থেকেই সতর্ক করেছিল ক্রিকেট বোর্ড। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের আগে দু’জনের মদ্যপানের ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। ইংল্যান্ডের বেন ডাকেটের একটি ভিডিয়ো নিয়েও ঝড় উঠেছে। যদিও সেই ভিডিয়োর সত‍্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তাতে দেখা যাচ্ছে, ডাকেট মদ্যপানের পরে টিম হোটেলের রাস্তা মনে করতে পারছেন না। এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন কোথায় যেতে হবে? ডাকেটকে কি তা জানেন? উত্তরে ডাকেট বলেন ‘না’। সেই ভিডিয়ো নিয়ে রিপোর্টে কিছু বলেননি রব।

অ্যাশেজ়ের তিন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে স্টোকসদের। চতুর্থ টেস্ট অবশ্য জিতেছে তারা। ৪ জানুয়ারি থেকে সিডনিতে শুরু পঞ্চম টেস্ট। সেই টেস্ট যদি ইংল্যান্ড জেতে তা হলে সমালোচনা আরও কিছুটা কমবে। আপাতত সেই লক্ষ্যেই তৈরি হচ্ছেন স্টোকসেরা।

Advertisement
আরও পড়ুন