India Women Vs Sri Lanka Women T20I

শ্রীলঙ্কাকে চুনকাম করে টি২০ সিরিজ় ভারতের, রেকর্ড দীপ্তির, হরমনপ্রীত-অরুন্ধতীর দাপটে জিতে বছর শেষ ভারতীয় দলের

এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ় ও ২০২৪ সালে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজ়ে ৫-০ চুনকাম করে হারিয়েছিল ভারত। তৃতীয় বার এই কীর্তি করলেন হরমনপ্রীত কৌরেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ২২:২১
cricket

জয়ের পর উল্লাস ভারতীয় ক্রিকেটারদের। ছবি: পিটিআই।

এক দিনের বিশ্বকাপ জেতার পর যে তাঁরা মনঃসংযোগ হারাননি তা প্রমাণ করে দিলেন হরমনপ্রীত কৌরেরা। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার প্রস্তুতির শুরুটা ভাল হল ভারতের। জয় দিয়ে ২০২৫ সাল শেষ করল ভারতের মহিলা দল। টি-টোয়েন্টি সিরিজ়ে শ্রীলঙ্কাকে চুনকাম করলেন হরমনপ্রীতেরা। পাঁচটি ম্যাচই আরাম করে জিতল ভারত। বিশ্বরেকর্ড করলেন দীপ্তি শর্মা। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট এখন তাঁর দখলে। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ় ও ২০২৪ সালে বাংলাদেশকে ৫-০ চুনকাম করে হারিয়েছিল ভারত। তৃতীয় বার এই কীর্তি করল তারা।

Advertisement

মঙ্গলবার তিরুঅনন্তপুরমে ভারতের ব্যাটিংয়ের শুরুটা ভাল হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছিল স্মৃতি মন্ধানাকে। অসুস্থ হওয়ায় ছিলেন না জেমাইমা রদ্রিগেজ়ও। তার পরেও জিততে সমস্যা হল না ভারতের। দায়িত্ব নিজের কাঁধে নিলেন অধিনায়ক হরমনপ্রীত। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেললেন অরুন্ধতী রেড্ডি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ভারত। জবাবে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৬০ রান। ১৫ রানে জিতে সিরিজ় শেষ করল ভারত।

মন্ধানার বদলে এই ম্যাচে ভারতের টি-টোয়েন্টি দলে অভিষেক হল জি কমলিনির। শেফালি বর্মার সঙ্গে ওপেন করতে নামেন তিনি। আগের তিন ম্যাচে অর্ধশতরান করা শেফালি এই ম্যাচে ৫ রানে আউট হন। কমলিনি করেন ১২ রান। জেমাইমার বদলে সুযোগ পাওয়া হরলিন দেওল করলেন ১৩ রান। ৪১ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যায় ভারতের।

সপ্তম ওভারেই ব্যাট করতে নামেন রিচা ঘোষ। অপর প্রান্তে ছিলেন অধিনায়ক হরমনপ্রীত। রিচার কাছে সুযোগ ছিল, সময় নিয়ে খেলার। কিন্তু পারলেন না। ৫ রানে আউট হলেন। দীপ্তিও ব্যাট হাতে ব্যর্থ। করলেন ৭ রান। ৭৭ রানে ৫ উইকেট পড়ে যায় ভারতের।

মনে হচ্ছিল, এই ম্যাচে বড় রান করতে পারবে না ভারত। কিন্তু হরমনপ্রীত দেখিয়ে দিলেন, কঠিন পরিস্থিতিতে কী ভাবে খেলতে হয়। পাল্টা আক্রমণ করলেন তিনি। আমনজোৎ কৌরের সঙ্গে জুটি বাঁধলেন। আমনজ্যোৎ শুধু হরমনকে স্ট্রাইক দিচ্ছিলেন। অধিনায়ক চালিয়ে খেলছিলেন। ৪৩ বলে ৬৮ রান করে আউট হলেন হরমনপ্রীত। আমনজ্যোৎ করেন ২১ রান।

শেষ দিকে দলকে টানলেন অরুন্ধতী। তাঁর দাপটে শেষ ১২ বলে ৩২ রান করল ভারত। তার মধ্যে ২৭ রান করলেন তিনি। মাত্র ১১ বলে। চারটি চার ও একটি ছক্কা মারলেন। অরুন্ধতীর ব্যাটে ১৭৫ রান করল ভারত।

রান তাড়া করতে নেমে রান পাননি শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ব্যাটের পর বল হাতেও নজর কাড়লেন অরুন্ধতী। প্রথম ওভারেই অধিনায়ককে ২ রানের মাথায় আউট করলেন তিনি। অধিনায়ককে হারালেও ভয় পায়নি শ্রীলঙ্কা। অপর ওপেনার হাসিনি পেরেরা ও তিন নম্বরে নামা ইমিশা দুলানি জুটি বাঁধলেন।

শিশির পড়ায় বল করতে সমস্যা হচ্ছিল ভারতীয় বোলারদের। ফলে দ্রুত রান উঠছিল। দুই ক্রিকেটারের মধ্যে ৭৯ রানের জুটি হয়। ভারতকে খেলায় ফেরান আমনজ্যোৎ। ৫০ রানের মাথায় দুলানিকে আউট করলেন তিনি। হাসিনিও অর্ধশতরান করলেন। এক দিকে টিকেছিলেন তিনি। আপ্রাণ চেষ্টা করছিলেন দলকে জেতানোর। কিন্ত অপর প্রান্তে সঙ্গী পেলেন না। তারই খেসারত দিতে হল।

নীলাক্ষি ডি’সিলভাকে আউট করে বিশ্বরেকর্ড করলেন দীপ্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ১৫২তম উইকেট নিলেন তিনি। ছাপিয়ে গেলেন অস্ট্রেলিয়ার মেগান শুটকে। মহিলাদের ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে উইকেটের সংখ্যায় তিন নম্বরে রয়েছেন দীপ্তি। ৩৩৪ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর ঠিক উপরেই রয়েছেন ইংল্যান্ডের ক্যাথরিন শিভার ব্রান্ট। তাঁর উইকেটের সংখ্যা ৩৩৫। শীর্ষে ৩৫৫ উইকেট নিয়ে রয়েছেন ভারতের ঝুলন গোস্বামী। তবে ক্যাথরিন ও ঝুলন অবসর নিয়েছেন। ফলে এই তালিকাতেও সকলের উপর ওঠার সুযোগ রয়েছে দীপ্তির। সেই পথেই এগোচ্ছেন তিনি।

শ্রী চরণির বলে ৪২ বলে ৬৫ রান করে বোল্ড হন হাসিনি। সেই সঙ্গেই শ্রীলঙ্কার লড়াই শেষ হয়ে যায়। গোটা সিরিজ় জুড়ে বোঝা গেল দু’দলের মানের কতটা তফাত। এক দিনের বিশ্বকাপ জেতার পর যে হরমনপ্রীতদের আত্মবিশ্বাস কতটা বেড়েছে তা-ও এই সিরিজ়ে বোঝা গেল। প্রথম দলের তিন-চার জন ক্রিকেটার ছাড়াও হাসতে হাসতে শ্রীলঙ্কাকে হারাল ভারত।

Advertisement
আরও পড়ুন