শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ভারতীয় দলে ফেরার কথা ছিল শ্রেয়স আয়ারের। কিন্তু সেই সম্ভাবনা কমেছে। জানা গিয়েছে, নতুন সমস্যায় পড়েছেন তিনি। ফলে এখনও বোর্ডের চিকিৎসকদের ছাড়পত্র পাননি ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ক।
৩০ ডিসেম্বর বোর্ডের চিকিৎসকদের কাছে ছাড়পত্র পাওয়ার কথা ছিল শ্রেয়সের। কিন্তু তিনি তা পাননি। ফলে আপাতত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সেই থাকতে হবে তাঁকে। এক সপ্তাহ পরে আবার তাঁর ফিটনেস পরীক্ষা হবে। যদি সেই পরীক্ষায় তিনি পাশ করতে পারেন তবেই ছাড়পত্র পাবেন শ্রেয়স।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১১ জানুয়ারি থেকে এক দিনের সিরিজ় শুরু ভারতের। এখনও দল ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, ৩ বা ৪ জানুয়ারি দল ঘোষণা করবে বিসিসিআই। শ্রেয়সকে রেখে দল ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে শ্রেয়স খেলতে পারবেন কি না, তা নির্ভর করবে চিকিৎসকদের অনুমতির উপর। ঠিক যে ভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে শুভমন গিলকে দলে রাখা হয়েছিল, সে ভাবেই শ্রেয়সকে রাখতে পারেন নির্বাচকেরা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন শ্রেয়স। রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে। সেই চোট শ্রেয়সের সেরেছে। কিন্তু ওজন অনেকটা কমে গিয়েছে ভারতীয় ব্যাটারের। ফলে এখনও শ্রেয়সকে খেলার অনুমতি দিতে পারছেন না চিকিৎসকেরা।
‘টাইমস অফ ইন্ডিয়া’-কে বোর্ডের এক আধিকারিক বলেছেন, “ওর ব্যাটিং নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু ওর ওজন প্রায় ৬ কেজি কমেছে। ফলে ওর পেশিশক্তিও কিছুটা কমেছে। আগে যে ভাবে সহজেই শ্রেয়স বড় শট খেলতে পারত, এখন তাতে একটু সমস্যা হচ্ছে। ভারতের এক দিনের দলে শ্রেয়স গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই ওকে নিয়ে কোনও ঝুঁকি নিচ্ছেন না চিকিৎসকেরা। ওর পুরো সুস্থ হয়ে ওঠা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে ৩ ও ৬ জানুয়ারি পঞ্জাবের হয়ে বিজয় হজারে ট্রফিতেও খেলার কথা ছিল শ্রেয়সের। কিন্তু এই পরিস্থিতিতে তাঁর মাঠে নামা মুশকিল। সেই কারণেই নিউ জ়িল্যান্ড সিরিজ়ে শ্রেয়সের খেলার সম্ভাবনা কমছে।