মেয়েদের আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
দু’জনকেই ধরে রেখেছেন তাঁদের দল। দু’জনকে মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু মেয়েদের আইপিএলের ১১ দিন আগে নাম তুলে নিলেন অস্ট্রেলিয়ার দুই অলরাউন্ডার এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড। তাঁদের পরিবর্তও ঘোষণা করে দিয়েছে দু’দল।
পেরি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। দু’বছর আগে স্মৃতি মন্ধানার দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। পেরিকে ২ কোটি টাকায় ধরে রেখেছিল বেঙ্গালুরু। কিন্তু মেয়েদের আইপিএল শুরুর ১১ দিন আগে পেরি জানিয়ে দিয়েছেন যে, খেলতে পারবেন না।
সাদারল্যান্ডকে ২ কোটি ২০ লক্ষ টাকায় ধরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। এ বার সেই দলের অধিনায়ক জেমাইমা রদ্রিগেস। তিনিও দলের নির্ভরযোগ্য অলরাউন্ডারকে পাবেন না। অর্থাৎ, ৪ কোটি ২০ লক্ষ টাকা পাওয়া দুই ক্রিকেটার খেলবেন না। পেরি ও সাদারল্যান্ড, দু’জনেই জানিয়েছেন যে, ব্যক্তিগত কারণে খেলতে পারবেন না। তাঁরা না খেলায় কিছুটা হলেও সমস্যা হবে মন্ধানা, জেমাইমাদের।
পেরির পরিবর্ত হিসাবে ভারতীয় সায়ালি সাতঘরেকে দলে নিয়েছে বেঙ্গালুরু। ন্যূনতম মূল্য ৩০ লক্ষ টাকায় নেওয়া হয়েছে তাঁকে। দিল্লি আবার সাদারল্যান্ডের পরিবর্তে অস্ট্রেলিয়ারই স্পিনার আলানা কিংকে ৬০ লক্ষ টাকায় নিয়েছে।
আমেরিকার ক্রিকেটার তারা নরিসও খেলতে পারবেন না মহিলাদের আইপিএলে। নিলামে তাঁকে ১০ লক্ষ টাকায় কিনেছিল ইউপি ওয়ারিয়র্জ়। সেই সময় ২০২৬ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পায়নি আমেরিকা। কিন্তু নিলামের পরে তারা সেই সুযোগ পেয়েছে। দেশের হয়ে খেলার জন্যই মেয়েদের আইপিএলে খেলবেন না তিনি। তাঁর বদলে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার চার্লি নটকে নিয়েছে ইউপি।
৯ জানুয়ারি থেকে শুরু হবে মেয়েদের আইপিএলের আগামী মরসুম। প্রথম ম্যাচে মুখোমুখি মন্ধানার বেঙ্গালুরু ও হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে সেই খেলা। নবি মুম্বইয়ের মাঠে শুরুর দিকের লিগের পর বাকিটা খেলা হবে ভডোদরার মাঠে।