Drugs Smuggling

বর্ষবরণের আগে রবীন্দ্র সরোবরে মাদক উদ্ধার, আটক যাদবপুর ও গিরিশ পার্কের দুই বাসিন্দা

উদ্ধার করা হয়েছে গাঁজা ও ট্যাব। তবে পরিমাণ এখনও হিসাব করে দেখা হয়নি। জানা গিয়েছে, আটক করা ব্যক্তিদের এক জন গাড়িতে করে ওই এলাকায় এসেছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ০১:৫২
(বাঁ দিকে) রনি অধিকারী এবং নিখিল আগরওয়াল (ডান দিকে)।

(বাঁ দিকে) রনি অধিকারী এবং নিখিল আগরওয়াল (ডান দিকে)। — নিজস্ব চিত্র।

বর্ষবরণের আগে কলকাতায় মাদক উদ্ধার। মঙ্গলবারের ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। তাঁরাও মহানগরেরই বাসিন্দা।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। তার পরে অভিযান চালিয়ে রবীন্দ্র সরোবর থানা এলাকার অন্তর্গত যতীন বাগচী রোড থেকে ২ জনকে পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, একটি আবাসনের উল্টো দিক থেকে ২ জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা ও ট্যাব। তবে পরিমাণ এখনও হিসাব করে দেখা হয়নি।

উদ্ধার হওয়া গাঁজা।

উদ্ধার হওয়া গাঁজা। — নিজস্ব চিত্র।

আরও জানা গিয়েছে, আটক করা ব্যক্তিদের এক জন গাড়িতে করে ওই এলাকায় এসেছিলেন।

যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে নিখিল আগরওয়ালের বাড়ি গিরিশ পার্ক এলাকায়। অন‍্য জন রনি অধিকারীর বাড়ি যাদবপুরে।

উদ্ধার হওয়া ক্যাপসুল।

উদ্ধার হওয়া ক্যাপসুল। — নিজস্ব চিত্র।

Advertisement
আরও পড়ুন