— প্রতীকী চিত্র।
২০২৪ সালে ঘূর্ণিঝড় ডেনা এবং রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছিল রাজ্যের পাঁচ জেলা— উত্তর ২৪ পরগনা, ডায়মন্ড হারবার, হুগলি, বসিরহাট এবং পূর্ব মেদিনীপুর। বুধবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দফতরের তরফে সংশ্লিষ্ট জেলাগুলিতে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর উন্নয়নের জন্য ৪৫ লক্ষ ৬৯ হাজার টাকা দেওয়া হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মাধ্যমে ওই অর্থ খরচ করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতেই ‘ফান্ড রিলিজ’ সংক্রান্ত তথ্য এবং বরাদ্দ-বণ্টন সংক্রান্ত তথ্য জানা যাচ্ছে। তাদে দেখা যাচ্ছে, ডায়মন্ড হারবার সবচেয়ে বেশি অর্থ পেয়েছে— ২৩ লক্ষ ৩১ হাজার টাকা।
অন্য জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা ১ লক্ষ ৮৫ হাজার, বসিরহাট ১১ লক্ষ ৯১ হাজার, হুগলি ৪ লক্ষ ৫০ হাজার এবং পূর্ব মেদিনীপুর ৪ লক্ষ ১২ হাজার টাকা পেয়েছে। সরকারের একটি সূত্র জানাচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ সমীক্ষা করেই জেলাওয়াড়ি অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হেনেছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। ওই বছরেরই অক্টোবরে হানা দিয়েছিল ঘূর্ণিঝড় ডেনা।