TCS Employee

মেলেনি বেতন, প্রতিবাদে ফুটপাতে দিন গুজরান কর্মীর! চিঠি ভাইরাল হতেই ব্যবস্থা নিল সংস্থা, ফের বিতর্কে টিসিএস

বেতন না পাওয়ায় মহারাষ্ট্রের পুণের টিসিএস অফিসের বাইরে এক জন কর্মচারী ফুটপাতে শুয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। ঘটনাটি সমাজমাধ্যম ছড়িয়ে পড়তেই দ্রুত ভাইরাল হয়ে যায়। ব্যবস্থা নেন টিসিএস কর্তৃপক্ষ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১২:২২
Employee of TCS who was photographed sleeping outside their Pune office

ছবি: সংগৃহীত।

বেতন মেলেনি সময়মতো। প্রতিবাদ জানিয়ে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) অফিসের সামনে ফুটপাতে দিন কাটাচ্ছেন সংস্থার এক কর্মী। মহারাষ্ট্রের পুণের টিসিএস অফিসের বাইরে ওই কর্মীর ফুটপাতে শুয়ে থাকার ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যম ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ছবির সঙ্গে একটি চিঠিও ভাইরাল হয়। হাতে লেখা চিঠিটি সৌরভ মোরে নামে টিসিএসের কর্মচারীর। তিনি লিখেছিলেন, ‘‘আমি এইচআরকে জানিয়েছি যে আমার কাছে টাকা নেই এবং বেতন না পেলে আমায় টিসিএসের বাইরে ফুটপাতে রাত কাটাতে হবে।’’ চিঠিতে সংস্থার বিরুদ্ধে বেতন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন সৌরভ । চিঠি ও ছবি ভাইরাল হতেই টিসিএসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে।

Advertisement

সৌরভের বক্তব্য, তাঁর চাকরির পরিচয়পত্রটি টিসিএস সিস্টেমে সক্রিয় করা হয়নি। সে কারণে তিনি বেতন পাননি। ২৯ জুলাই তিনি বিষয়টি নিয়ে পুণের সহ্যাদ্রি পার্কে টিসিএস অফিসে অভিযোগ জানান। সংস্থার পক্ষ থেকে ৩০ জুলাই তাঁকে জানানো হয়, ৩১ জুলাইয়ের মধ্যে তিনি বেতন পাবেন। ২৯ জুলাই সৌরভ সংস্থার মানবসম্পদ বিভাগকে জানান, তিনি কপর্দকশূন্য এবং তাই তাঁকে বাইরে ফুটপাতে দিন কাটাতে হবে। তাঁর দাবি, এই কথার পরেও মানবসম্পদ বিভাগ কোনও প্রত্যুত্তর করেনি।

পরে টিসিএস জানিয়েছে, সৌরভ অনুমতি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাই তাঁর বেতন স্থগিত করা হয়েছে। তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থাটি জানিয়েছে যে সৌরভের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তিনি আর অফিসের বাইরের ফুটপাতে থাকছেন না।

Advertisement
আরও পড়ুন