Share Market

১৬ দিনে ২২,৫৩০ কোটি! অব্যাহত শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নির বহির্গমন

গত বছরে ১.৬৬ লক্ষ কোটি টাকার বিদেশি লগ্নি এ দেশের শেয়ার বাজার ছেড়েছিল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৯:২৭

—প্রতীকী চিত্র।

ভারতের বাজারে বিদেশি লগ্নি সংস্থাগুলির শেয়ার বিক্রির প্রবণতা নতুন বছরেও বহাল। এনএসডিএল-এর হিসাবে, গত ১-১৬ জানুয়ারি তারা শেয়ার বেচে তুলে নিয়েছে ২২,৫৩০ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার মতো উন্নত দেশে বন্ড ইল্ড (ঋণপত্রের প্রকৃত আয়) বাড়তে থাকায় এবং ডলারের দাম আরও চড়ায় ওই সব সংস্থা ভারতে শেয়ার বেচে পুঁজি তুলে নিচ্ছে। কারণ, উন্নয়নশীল বাজারে লগ্নি ফেলে রাখার ঝুঁকি নিতে চায় না তারা। ঠিক যে কারণে গত বছরে ১.৬৬ লক্ষ কোটি টাকার বিদেশি লগ্নি এ দেশের শেয়ার বাজার ছেড়েছিল। মুদ্রা বাজারের দাবি, ডলারের সাপেক্ষে অস্থির টাকা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগ এবং ভারতের উপর আমেরিকার ৫০% শুল্ক নিয়ে আশঙ্কাও তাদের দূরে ঠেলছে।

আরও পড়ুন