চ্যাম্পিয়ন হওয়ার পর উল্লাস সেনেগালের ফুটবলারদের। ছবি: রয়টার্স।
আফ্রিকা কাপ অফ নেশনস (অ্যাফকন) ফাইনালে নাটকের পর নাটক। কী না হল সেনেগাল বনাম মরক্কো ম্যাচে। গোল বাতিল, পেনাল্টি মিস্, শেষ মুহূর্তের গোলে খেলার ফয়সালা, সব দেখা গেল। তবে সব কিছু ছাপিয়ে গেল সেনেগালের ফুটবলারদের ওয়াক আউট। শেষ পর্যন্ত মরক্কোকে হারিয়ে সেই সেনেগালই দ্বিতীয় বারের জন্য জিতল এই প্রতিযোগিতা।
অনেক চেষ্টা করেও নির্ধারিত ৯০ মিনিটে কোনও দল গোল করতে পারেনি। ৯২ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করে সেনেগাল। তবে রেফারি সেই গোল বাতিল করেন। কারণ, হেডে গোল করার আগে বক্সে মরক্কোর ফুটবলারকে ফাউল করেছিলেন সেনেগালের ফুটবলার।
পরের মিনিটেই সেনেগালের বক্সে ফাউল করা হয় মরক্কোর ব্রাহিম দিয়াজ়কে। রেফারি পেনাল্টি দেন। সেনেগালের ফুটবলারেরা প্রতিবাদ করেন। তখন ভার প্রযুক্তির সাহায্য নেন রেফারি। তার পরেও সিদ্ধান্ত বদলাননি তিনি। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে সেনেগালের কোচ পাপে বৌনা থিয়াও সব ফুটবলারকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে সেনেগালের ফুটবলারেরা মাঠ ছাড়েন।
সাইডলাইনে দাঁড়িয়ে সেনেগালের কোচকে অনেক বার মাঠে নামার আবেদন করেন চতুর্থ রেফারি। তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত সেনেগালের অধিনায়ক সাদিয়ো মানের কথা শুনে মাঠে নামেন ফুটবলারেরা। প্রায় ২০ মিনিট বন্ধ থাকার পর শুরু হয় খেলা।
নাটকের তখনও বাকি ছিল। খেলা শুরুর পর পেনাল্টি নিতে যান দিয়াজ়। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা দিয়াজ় পানেনকা কিক মারার চেষ্টা করেন। কিন্তু তৎপর ছিলেন সেনেগালের গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি। বল ধরে নেন তিনি।
দেখে মনে হচ্ছিল, খেলা টাইব্রেকারে যাবে। কিন্তু শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরাল শটে গোল করেন পাপা গুয়েই। তার পর আর ফেরার সুযোগ ছিল না মরক্কোর। দ্বিতীয় বার অ্যাফকন চ্যাম্পিয়ন হয় সেনেগাল। আফ্রিকার এই প্রতিযোগিতা জেতার আশা শেষ হয়ে যায় মরক্কোর।