বাবর আজ়ম (বাঁ দিকে) ও স্টিভ স্মিথ। ছবি: এক্স।
সত্যিই কি মাঠে ঝগড়া হয়েছিল স্টিভ স্মিথ ও বাবর আজ়মের? বিগ ব্যাশ লিগের ম্যাচে স্মিথের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গিয়েছিল বাবরকে। দুই ক্রিকেটারের মধ্যে কী কথা হয়েছিল, তা জানালেন স্মিথ। ঘটনার দু’দিন পরে মুখ খুললেন তিনি।
ব্রিসবেন হিটের বিরুদ্ধে সিডনি সিক্সার্সের ম্যাচের আগে ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলছিলেন স্মিথ। তখনই ধারাভাষ্যকার ইশা গুহ তাঁকে প্রশ্ন করেন, “বাবরের সঙ্গে কি সমস্যা মিটে গিয়েছে?”
জবাবে স্মিথ জানান, কোনও সমস্যা হয়নি তাঁদের মাঝে। পুরোটাই গুজব। তিনি বলেন, “কোনও সমস্যা হয়নি। একটু আগেই তো আমরা গল্প করছিলাম। আগের দিন বাবরও খুব ভাল ব্যাট করছিল। আমাদের জুটি ভাল হয়েছিল। আমরা সেই সময় গল্ফ নিয়ে কথা বলছিলাম। এই ম্যাচেও দু’জনে ভাল খেলার চেষ্টা করব।” ব্রিসবেনের বিরুদ্ধে খেলা শুরু আগেও দেখা যায়, স্মিথ ও বাবর একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন। দেখে বোঝা যাচ্ছিল না যে, আগের দিন তাঁদের মধ্যে ঝামেলা হয়েছে।
স্মিথ অবশ্য যতই বিতর্ক থামানোর চেষ্টা করুন না কেন, আগের ম্যাচে দুই ব্যাটার খোশগল্প করেননি। ঠিক কী হয়েছিল সেই ম্যাচে? বিগ ব্যাশ লিগের ১১ এবং ১২তম ওভারে থাকে ‘পাওয়ার সার্জ’। এই সময় ৩০ গজের বৃত্তের বাইরে দু’জনের বেশি ফিল্ডার রাখা যায় না। রান তুলে নেওয়ার সেরা সুযোগ পাওয়া যায়। অথচ সিডনি থান্ডার্সের বিরুদ্ধে ১১তম ওভারে রান করতে পারছিলেন না বাবর। কয়েকটি ডট বলও (যে বলে রান হয় না) খেলেন। অথচ ১১তম ওভারের শেষ বলে খুচরো রান নিতে চান। ২২ গজে অন্য প্রান্তে থাকা স্মিথ রাজি হননি। বাবরের মন্থর ব্যাটিংয়ের উপর আস্থা রাখতে পারেননি তিনি। ১ রান নেওয়ার সহজ সুযোগ থাকলেও বাবরের ডাকে সাড়া দেননি। সম্ভবত ১২তম ওভারে নিজে ব্যাট করে দলের রান বাড়িয়ে নিতে চেয়েছিলেন স্মিথ। রান নেওয়ার সুযোগ হাতছাড়া হতে রেগে যান বাবর। মাঠেই বিরক্তি প্রকাশ করেন।
১২তম ওভারে চারটি ছক্কা মারেন স্মিথ। রায়ান হ্যাডলির করা ওই ওভারে মোট ৩২ রান তোলেন স্মিথ। ৪২ বলে পূর্ণ করেন শতরান। এর পরের ওভারে ক্রিস গ্রিনের প্রথম বলেই আউট হয়ে যান বাবর। ৩৯ বলে ৪৭ রান করে আউট হয়ে আরও রেগে যান। সাজঘরে ফেরার সময়ও মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি। ব্যাট দিয়ে আঘাত করেন বাউন্ডারি লাইনের দড়িতে। পাক ব্যাটারের এই আচরণের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। বিগ ব্যাশের সরকারি ওয়েবসাইটেও বাবরের ওই ছবি দিয়ে লেখা হয়েছে, ‘‘বাবর একদম খুশি নয়। সিডনির ম্যাচের মধ্যে নাটক। নিজে পাওয়ার সার্জের সময় ব্যাট করার জন্য বাবরকে রান নিতে দেয়নি স্টিভ স্মিথ!’ ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, বিগ ব্যাশ লিগ কর্তৃপক্ষও আসলে বাবরকে ব্যঙ্গই করেছেন।
এর আগে ফিল্ডিংয়ের সময় বাবর একটি চার বাঁচাতে না পারাতেও অসন্তোষ প্রকাশ করেছিলেন স্মিথ। ডেভিড ওয়ার্নারের মারা স্ট্রেট ড্রাইভ আটকানোর চেষ্টাই করেননি পাক ব্যাটার। পরে একই জায়গায় বাবরকে সরিয়ে দিয়ে বাউন্ডারি আটকান স্মিথ নিজে। সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে। বাবরের ফিল্ডিং নিয়ে স্মিথকে সে সময় বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। সেই ঘটনা নিয়েই এ বার মুখ খুললেন স্মিথ।