IMF

চলতি বছরেই চতুর্থ বৃহত্তম অর্থনীতি হবে ভারত, ইঙ্গিত আন্তর্জাতিক অর্থভান্ডারের

বিশ্ব বাণিজ্যে বাড়তে থাকে উদ্বেগ এবং অনিশ্চয়তার কারণেই সম্প্রতি বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ সংক্রান্ত রিপোর্টে আইএমএফ এ বার বিশ্ব অর্থনীতি এবং অন্যান্য দেশের পাশাপাশি ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাসও ছেঁটেছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ০৬:২২
চলতি বছরেই জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির তকমা পেতে পারে ভারত।

চলতি বছরেই জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির তকমা পেতে পারে ভারত। —প্রতীকী চিত্র।

এক দিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা। অন্য দিকে মাথার উপরে আমেরিকার চড়া শুল্কের খাঁড়া। তার মধ্যেই ভারতীয় অর্থনীতি সম্পর্কে আশার বার্তা কিছুটা হলেও স্বস্তি জুগিয়েছে সরকার-সহ গোটা দেশকে। আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ) তাদের সাম্প্রতিক পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছরেই জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির তকমা পেতে পারে ভারত। আরও এগিয়ে আগামী ২০২৮-এ জার্মানিকে পেরিয়ে দখল করতে পারে তিন নম্বর জায়গা।

বিশ্ব বাণিজ্যে বাড়তে থাকে উদ্বেগ এবং অনিশ্চয়তার কারণেই সম্প্রতি বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ সংক্রান্ত রিপোর্টে আইএমএফ এ বার বিশ্ব অর্থনীতি এবং অন্যান্য দেশের পাশাপাশি ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাসও ছেঁটেছে। এ বছর তার হার কমিয়ে করেছে ৬.২% আর পরের বছর ৬.৩%। তবে তার পরেও স্পষ্ট বলেছে, আগামী দু’বছরের বেশ সময় ধরে বিশ্বে দ্রুততম হারে বৃদ্ধির অর্থনীতি থাকবে ভারতই।

এ দিকে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং বিশ্ব বাজারের অনিশ্চয়তার আবহে মূল্যায়ন বহুজাতিক মুডি’জ় রেটিংস মঙ্গলবার চলতি বছরে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস আরও কমিয়েছে দিয়েছে। ৬.৫% থেকে কমিয়ে করেছে ৬.৩% করেছে। এর আগে রিজ়ার্ভ ব্যাঙ্ক তা ৬.৭% থেকে কমিয়ে ৬.৫% করেছিল।

আরও পড়ুন