Mumbai BMC Election

বৃহন্মুম্বই পুরভোটে ১১৮ আসনে জয়ী বিজেপি-শিবসেনা জোট, উদ্ভবের দলের প্রাপ্ত আসন ৬৫, মহারাষ্ট্রে গণনাকেন্দ্রে লাঠিচার্জে আহত মেয়র

বিজেপি ও শিন্দের প্রাপ্ত আসন সংখ্যা যথাক্রমে ৮৯ ও ২৯। উদ্ধবের শিবসেনা (ইউবিটি), রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) ও শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি(এসপি) জোট মোট ৭২টি আসন পেয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০৩:০৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বৃহন্মুম্বইয়ে ঠাকরে পরিবার দুর্গের পতন। পুরভোটে ২২৭ আসনের মধ্যে ১১৮টি আসনে জয় লাভ করেছে বিজেপি ও একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা জোট। ৬৫টি আসনে জয়ী উদ্ভব ঠাকরের নেতৃত্বাধীন দল (ইউবিটি)।

Advertisement

বিজেপি ও শিন্দের প্রাপ্ত আসন সংখ্যা যথাক্রমে ৮৯ ও ২৯। উদ্ধবের শিবসেনা (ইউবিটি), রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) ও শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি(এসপি) জোট মোট ৭২টি আসন পেয়েছে। এর মধ্যে নবনির্মাণ সেনা ৬ ও শরদ পাওয়ারের দল ১টি আসনে জয়ী। ৬৫ আসন গিয়েছে উদ্ভবের দলের দখলে। কংগ্রেস, এআইএমআইএম, অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি ও সমাজবাদী পার্টি যথাক্রমে ২৪, ৮, ৩ ও ২টি আসনে জিতেছে।

উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে দীর্ঘ ২৫ বছর ধরে মসনদ ছিল অবিভক্ত শিবসেনার দখলে। এর আগে গত ২০১৭ সালে বৃহন্মুম্বইয়ে নির্বাচন হয়েছিল, যার মেয়াদ ছিল ২০২২ সাল পর্যন্ত। তার পর থেকে কমিশনারদের দ্বারাই পুরনিগম পরিচালনা হত। ২০২৬-এর নির্বাচনের পর এবার মসনদ যাবে বিজেপি-শিন্দে জোটের দখলে।

অন্য দিকে, শুক্রবার মহারাষ্ট্রের ২৯টি পুরসভায় ভোটগণনা চলছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ছত্রপতি সম্ভাজিনগরে একটি গণনা কেন্দ্রে পুলিশের লাঠিচার্জের সময় আহত হয়েছেন প্রাক্তন মেয়র ও শিবসেনা নেতা বিকাশ জৈন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শিবসেনা ও মহারাষ্ট্রের সামাজিক ন্যায় বিচার মন্ত্রী সঞ্জয় শিরসাত দাবি করেছেন, পুলিশের বিরুদ্ধে পদক্ষেপের।

Advertisement
আরও পড়ুন