নতুন ধারাবাহিকে মিষ্টি সিংহ রায় এবং ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
ছোটপর্দায় প্রতি দিন নিত্যনতুন কাহিনির কথা শোনা যায়। বড়পর্দার মতো ছোটপর্দার কাহিনিতেও এসেছে অনেক বদল। চিত্রনাট্যকারেরা এখন অন্য ভাবে গল্প বোনার চেষ্টা করছেন। যেমন, পরিচালক সুশান্ত দাস তৈরি করছেন নতুন ধারাবাহিক ‘ভালবাসার রং রুট’। যেখানে নায়ক পেশায় নার্স আর নায়িকাকে দেখা যাবে বাসচালকের চরিত্রে।
সাধারণত এর উল্টোটাই পর্দায় দেখা গিয়েছে। ধারাবাহিকে মূলত দেখা যায়, হয় নায়ক বিদেশ থেকে ফিরেছে, না হলে সে একেবারে প্রত্যন্ত গ্রামের। আর নায়িকা ঠিক তার উল্টো। কিন্তু এ ক্ষেত্রে যেন উলটপূরাণ। নার্সের চরিত্রের জন্য কি আলাদা ভাবে প্রস্তুতি নিচ্ছেন ধারাবাহিকের নায়ক? এই কাহিনিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে। আর নায়িকা হিসাবে দেখা যাবে নবাগতা মিষ্টি সিংহ রায়কে।
নতুন চরিত্রে প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-কে ইন্দ্রনীল বলেন, “কিছু প্রস্তুতি তো নিচ্ছিই। রক্তচাপ মাপা, নার্সেরা কোন অঙ্গভঙ্গিতে রোগীদের শুশ্রূষা করেন, তা রপ্ত করার চেষ্টা করছি।” অভিনেতা এর আগেও কাজ করেছেন সুশান্ত পরিচালিত ধারাবাহিকে। ইন্দ্রনীল যোগ করেন, “রেহান চরিত্রের সঙ্গে অন্য কোনও চরিত্রের মিল পাওয়া যাবে না। ছেলেটি পড়াশোনায় খুব ভাল। চেয়েছিল চিকিৎসক হতে। কিন্তু পারিবারিক পরিস্থিতির কারণে সেই ইচ্ছা পূর্ণ হয়নি। এ ছাড়া আরও একটা দিক রয়েছে। তা এখনই প্রকাশ্যে আনতে চাই না।”
এই ধারাবাহিকে নায়িকার চরিত্রেও আছে বৈচিত্র্য। নায়িকার বাস চালানোর কাহিনি আগে সে ভাবে চোখে পড়েনি ছোটপর্দায়। এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-কে মিষ্টি বসেন, “প্রোমো শুটিংয়ের দিনে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। গাড়ি চালানো আর বাস চালানো তো এক নয়। তবে আমি কর্মশালায় অংশ নিয়েছিলাম। এমনকি বাসে চড়েও দেখেছি, চালকেরা কী ভাবে স্টিয়ারিং ধরেন, কী ভাবে বাস চালান। এখানে সকলে আমাকে এতটাই সাহায্য করছেন, এখন ভয় অনেকটাই কেটে গিয়েছে।” খুব শীঘ্রই সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।