X

গ্রোক বিতর্কের মাঝেই এক্স বিভ্রাট, বিশ্ব জুড়ে কেন থমকে ইলন মাস্কের সংস্থার পরিষেবা

ডাউন ডিটেক্টরের দেওয়া তথ্য অনুযায়ী, ইলন মাস্কের সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার) আমেরিকা যুক্তরাষ্ট্রে সকাল ১০টা ২২ পর্যন্ত বাষট্টি হাজারেরও বেশি জনের সমস্যা সংক্রান্ত বিষয়ে জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ২৩:৪৫
ইলন মাস্ক।

ইলন মাস্ক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সমাজমাধ্যম এক্সে বিভ্রাট। যার জেরে শুক্রবার বিশ্ব জুড়ে হাজার হাজার ব্যবহারকারী সমস্যায় পড়েছিলেন। টাইমলাইনে ঢোকা, পোস্ট করা বা অন্য কারও পোস্ট দেখা তো দূরের কথা ব্যবহারকারীরা লগ ইন করতেই পারছিলেন না।

Advertisement

ডাউন ডিটেক্টরের দেওয়া তথ্য অনুযায়ী, ইলন মাস্কের সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার) আমেরিকা যুক্তরাষ্ট্রে সকাল ১০টা ২২ পর্যন্ত বাষট্টি হাজারেরও বেশি জনের সমস্যা সংক্রান্ত বিষয়ে জানা গিয়েছে। আমেরিকায় অন্তত ১১ হাজার ও ভারতে তিন হাজার অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে।

কেন এই সমস্যা তা নিয়ে চিন্তিত অনেকেই। তবে বেশ কয়েক জন ব্যবহারকারী একটি বার্তা দেখতে পেয়েছিলেন। যাতে লেখা, সাইট সুরক্ষিত কিন্তু সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে তা ব্যবহারে অসুবিধা হচ্ছে।

তবে এই বিভ্রাট ২০২৫ সালের ১৮ নভেম্বরের মতো দীর্ঘ সময়ের ছিল না। সে বারে অনেকে অ্যাপটি খুলতে পর্যন্ত পারছিলেন না। এ বারে বিভ্রাট দেড় ঘণ্টার বেশি ছিল না।

বিশ্ব জুড়ে গ্রোক বিতর্কে এমনিতেই বারবার সমালোচনার মুখে পড়েছে মাস্কের সংস্থা। সেই বিতর্কের মাঝেই বিভ্রাট।

Advertisement
আরও পড়ুন