কেন এত তাড়াতাড়ি শেষ হচ্ছে ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী? ছবি: সংগৃহীত।
সময়ের সঙ্গে ধারাবাহিকের গল্প, প্রক্রিয়ায় অনেকটাই বদল এসেছে। ইদানীং খুব কম সময়েই শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিকের কাহিনি। কোনও গল্পের মেয়াদ তিন মাস, তো কারও ছ’মাস। এ বার সাত মাসের মাথায় ঝাঁপ বন্ধ হচ্ছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’র। এই ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ হয় রাজনন্দিনী পালের। বৃহস্পতিবার শেষ দিনের শুটিংও হয়ে গেল।
এই ধারাবাহিকে এত দিন ‘ইন্দু’ চরিত্রে দর্শক দেখেছে অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়কে। এত তাড়াতাড়ি ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় অভিনেত্রীর মনখারাপ। তিনি বললেন, “ধারাবাহিকে কোনও চরিত্র আত্মস্থ করতে অনেকটা সময় লেগে যায়। আমার তো খুব মনখারাপ হচ্ছে। আমাদের ধারাবাহিকের টিআরপি প্রথম দিকে খুব ভাল ছিল।” ধারাবাহিকের সময় পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। এই ধারাবাহিকে প্রথম বার দেখা গিয়েছে ইন্দ্রাণী-কন্যাকে।
সময় পরিবর্তনের পরেও টিআরপি তালিকায় ভাল নম্বরই ছিল তাদের। স্নেহা বলেন, “আমরা খুবই একাত্ম হয়ে কাজ করতাম। তাই এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমিও আশা করিনি। খুব মনে পড়বে সবাইকে।” এখনই নতুন কিছুতে ‘হ্যাঁ’ বলেননি অভিনেত্রী। তবে ছোটপর্দা সব সময় তাঁর গুরুত্বের তালিকায় প্রথমে থাকে। তাই আগামী দিনেও ধারাবাহিকেই দেখা যাবে তাঁকে। সেই সঙ্গে ওয়েব সিরিজ় বা বড়পর্দায় ভাল চরিত্র পেলেও তা হাতছাড়া করতে রাজি নন স্নেহা।