Soumitrisha Kundu Gets SIR hearing

‘দেবদাকেও ডেকে পাঠানো হয়েছে, সেখানে আমি কে?’ এসআইআর-এর সমন পেলেন সৌমিতৃষা!

সৌমিতৃষা বিরক্ত বিষয়টি নিয়ে। তাঁর মতে, অকারণ হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে সবাইকে। প্রবীণ নাগরিকেরা কেন অসুস্থ হয়ে পড়ছেন, এ বার তিনি বুঝতে পারছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১১:৫২
এসআইআর সমন পেলেন সৌমিতৃষা কুন্ডু।

এসআইআর সমন পেলেন সৌমিতৃষা কুন্ডু। ছবি: ফেসবুক।

সমস্ত সঠিক নথিপত্র জমা দিয়েছিলেন। তার পরেও এসআইআর প্রক্রিয়ায় তাঁর নামের বানান ভুল করা হয়েছে, তাঁর বাবাও একই সমস্যার মুখোমুখি। এমনই অভিযোগ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর। তাঁকে এবং তাঁর পরিবারকে এসআইআরের শুনানির জন্য ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন!

Advertisement

আনন্দবাজার ডট কম-কে অভিনেত্রী বলেছেন, “এ বার বুঝতে পারছি, কেন প্রবীণ নাগরিকেরা অসুস্থ হয়ে পড়ছেন।” ২০ জানুয়ারি শুনানির জন্য ডাক পেয়েছেন তিনি। সৌমিতৃষার কথায়, “ওই দিন আমার বেশ কয়েকটি জরুরি কাজ ছিল। সে সব বাতিল করে হাজিরা দিতে হবে। ওঁরা মাত্র চার দিন আগে জানান আমাকে। বড্ড সমস্যায় পড়ে গিয়েছি।” কবি জয় গোস্বামী, দেব-সহ একাধিক খ্যাতনামী ইতিমধ্যেই শুনানির হাজিরা দিয়েছেন। সে প্রসঙ্গ তুলতেই অভিনেত্রীর জবাব, “কাদের সঙ্গে তুলনা করছেন! আর দেবদাকেই যেখানে ডেকে পাঠানো হয়েছে, সেখানে আমি কে?”

নির্বাচনের আগে এই এসআইআর প্রক্রিয়া কতটা গুরুত্বপূর্ণ? প্রশ্নের জবাবে ছোটপর্দার ‘মিঠাই’ বললেন, “প্রক্রিয়ায় আপত্তি নেই। প্রশ্ন, সেটা নির্বাচনের মাস দুয়েক আগে থেকে শুরু হল কেন? সারা বছর ধরে এই প্রক্রিয়া চললে কিন্তু কারও সমস্যা হত না। একই ভাবে কেউ হেনস্থার শিকারও হতেন না।” তাঁর মতে, শেষমুহূর্তে এত হট্টগোলের মধ্যে কাজ হচ্ছে। এত তাড়াহুড়ো করা প্রবীণ নাগরিক বা অসুস্থ ব্যক্তিদের পক্ষে সম্ভব নয়। তাই তাঁদের বাড়ি গিয়ে বিএলও-রা যদি তথ্য সংগ্রহ করে আনেন তা হলেও বোধহয় সাধারণ মানুষ একটু স্বস্তির শ্বাস ফেলতে পারেন। সবার মনে যে আতঙ্ক তৈরি হয়েছে, সেটাও কমে।

Advertisement
আরও পড়ুন