—প্রতীকী চিত্র।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে কাজ কতটা খোয়া যাবে, আর উল্টো দিকে প্রযুক্তি নির্ভর নতুন ক্ষেত্রগুলিতে কত কর্মসংস্থান তৈরি হবে, সেই হিসাব ঘিরে বিতর্ক ও বিশ্লেষণ অব্যাহত। এই অবস্থায় আজ বাণিকসভা ফিকি-র ‘এআই ইন্ডিয়া কনক্লেভ’-এ কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণনের বক্তব্য, যে সব কাজ অফিসে বসে মাথা খাটিয়ে করতে হয়, সেগুলির সামনে ঝুঁকি সবচেয়ে বেশি। এই ঝুঁকি এড়াতে গেলে দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি সংক্রান্ত দক্ষতায় জোর দিতে হবে।
সচিবের ব্যাখ্যা, অতীতে শিল্প বিপ্লবে হাতেকলমে কাজে প্রভাব ফেলেছিল প্রযুক্তি। উৎপাদন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার বাড়ে। এআই-এর ক্ষেত্রে বদল অন্যত্র। উঁচু বেতনের কর্মীদের (হোয়াইট কলার) ঝুঁকি বাড়ছে। তবে কৃষ্ণনের আরও বক্তব্য, এআই উৎপাদন বাড়াতে সাহায্য করবে। কাজের সুযোগ খুলে দেবে নিত্যনতুন ক্ষেত্রে।