Income Tax Return

চাঁদা দেওয়ার নাম করে কর ফেরতের ভুয়ো দাবি, পরামর্শ দিয়ে সংশোধন করতে বলল আয়কর বিভাগ

অনেক করদাতা ২০২৫-২৬ হিসাববর্ষের রিটার্ন সংশোধন করে পাঠিয়েছেন বলে জানিয়েছে আয়কর বিভাগ। তাদের পরামর্শ, প্রত্যেকে যেন রিটার্নে ঠিক মোবাইল নম্বর এবং ই-মেল ঠিকানা দেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৭:৩১

—প্রতীকী চিত্র।

বহু আয়করদাতা রাজনৈতিক দল এবং দাতব্য প্রতিষ্ঠানকে চাঁদা দেওয়ার ভুয়ো দাবি করে রিটার্নে কর ফেরত চেয়েছেন বলে জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। আজ কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি) এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার থেকে এই ধরনের করদাতাদের ই-মেল এবং এসএমএসের মাধ্যমে বার্তা পাঠানো শুরু হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে রিটার্ন সংশোধন করে দেওয়ার জন্য। ইতিমধ্যেই অনেক করদাতা ২০২৫-২৬ হিসাববর্ষের রিটার্ন সংশোধন করে পাঠিয়েছেন বলে জানিয়েছে আয়কর বিভাগ। তাদের পরামর্শ, প্রত্যেকে যেন রিটার্নে ঠিক মোবাইল নম্বর এবং ই-মেল ঠিকানা দেন।

সিবিডিটি জানিয়েছে, তথ্য বিশ্লেষণ প্রযুক্তির সাহায্যে কর ফেরতের বহু ভুয়ো দাবি চিহ্নিত করেছে তারা। অনেকে এমন কিছু রাজনৈতিক দলকে চাঁদা দেওয়ার দাবি করেছেন যেগুলি নথিভুক্ত কিন্তু স্বীকৃতিহীন। দলগুলি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় নয়। নির্বাচনেও লড়ে না। জমা দেয় না আয়কর রিটার্ন। দাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই ব্যাপার। বেশ কয়েকটি ব্যবসায়িক সংস্থা তাদের অনুদান দিয়েছে বলে দাবি করে তা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতের খরচ হিসেবে দেখিয়েছে। করেছে করছাড়ের দাবি। পুরোটাই ভুয়ো। অর্থ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত তাদের পদক্ষেপ করদাতা-বান্ধব অবস্থাতেই রয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে রিটার্ন সংশোধন করার।

বিবৃতিতে বলা হয়েছে, নিষ্কৃয় এই দলগুলিকে অনেকে বেআইনি আর্থিক লেনদেন এবং বিদেশে টাকা পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। দেওয়া হচ্ছে ভুয়ো রসিদ। কয়েকটি ক্ষেত্রে একাধিক তল্লাশি চালিয়েছে সিবিডিটি।

আরও পড়ুন