Private Investment

বেসরকারি পুঁজিকে আহ্বান মন্ত্রীর

চন্দ্রিমা জানান, পরিবেশের কথা মাথায় রেখে সব সরকারি দফতরের ছাদে সৌর প্যানেল লাগানো, বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা-সহ একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ০৬:৪৪
চন্দ্রিমা ভট্টাচার্য।

চন্দ্রিমা ভট্টাচার্য। —ফাইল চিত্র।

পরিবেশবান্ধব আবাসন, অপ্রচলিত শক্তি-সহ এই সংক্রান্ত ক্ষেত্রে বেসরকারি লগ্নিকে আহ্বান করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সম্প্রতি সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘পরিবেশ বাঁচাতে বিবিধ বিষয়ে উদ্যোগী হয়েছে সরকার। গ্রিন বিল্ডিং বা পরিবেশবান্ধব আবাসন হলে অতিরিক্ত তলা তৈরির অনুমতি দেওয়া হয়। কিন্তু এই সংক্রান্ত সব কাজ রাজ্যের পক্ষে একা করা সম্ভব নয়। তাই বেসরকারি ক্ষেত্রকেও এগিয়ে আসতে হবে।’’

একই সঙ্গে চন্দ্রিমা জানান, পরিবেশের কথা মাথায় রেখে সব সরকারি দফতরের ছাদে সৌর প্যানেল লাগানো, বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা-সহ একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই করা হয়েছে। সরকারের লক্ষ্য ২০৩০-এর মধ্যে মোট বিদ্যুতের ২০% সৌর বিদ্যুতে পরিণত করা।

পরিবেশ দফতরের মুখ্য অধিকর্তা ধরমদেও রাও জানান, পরিবেশবান্ধব আবাসন তৈরিতে বাংলা পূর্ব ভারতে শীর্ষে। তাঁর দাবি, পরিবেশ নিয়ে সরকার গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করে বলে যে কোনও প্রকল্পে অনেক দ্রুত এই সংক্রান্ত ছাড়পত্রও মেলে।

আরও পড়ুন