viral video

জাতীয় সড়কে স্টিয়ারিং ধরেই ‘ঘুমিয়ে পড়লেন মদ্যপ চালক’! দুলতে দুলতে উল্টে গেল যবভর্তি ট্রাক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিয়ো

সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা গিয়েছে, যবের বস্তাবোঝাই ট্রাকটি জাতীয় সড়কের উপর আচমকা দুলতে শুরু করে। তার পর হঠাৎ করেই সেটি কাত হয়ে পুরোপুরি উল্টে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৭:৫৯
a truck lost control and overturned, scattering its load across the road

ছবি: সংগৃহীত।

জাতীয় সড়ক দিয়ে ছুটছিল পণ্যবাহী ট্রাক। ছুটন্ত অবস্থায় হঠাৎ করে পিচের রাস্তা ছেড়ে এঁকেবেঁকে পাশের রাস্তায় ঢুকে পড়ল ট্রাকটি। তার পরই বিপজ্জনক ভাবে কাত হয়ে পড়ে গেল ট্রাকটি। সেই দুর্ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি হল পিছনে থাকা এক গাড়ির আরোহীর মোবাইলে। রাজস্থানের ৬২ নম্বর জাতীয় সড়কে সেই দুর্ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তার পণ্য রাস্তায় ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যম সূত্রে খবর, পালি জেলার ডিঙ্গাই গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে যবের বস্তাবোঝাই ট্রাকটি জাতীয় সড়কের উপর আচমকা দুলতে শুরু করে। তার পর হঠাৎ করেই সেটি কাত হয়ে উল্টে যায়। যবের বস্তাগুলি রাস্তার উপর ছড়িয়ে পড়ে। ফলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় কাছাকাছি অন্য কোনও যানবাহন ছিল না। ফলে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চালক হয় ঘুমিয়ে পড়েছিলেন, অথবা তিনি ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। ফলে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যবের বস্তাগুলি রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ার পর জাতীয় সড়কের একাংশ প্রায় ২৫ মিনিট বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে ট্রাকটি সরিয়ে দেয়। ভিডিয়োটি ‘ডেডলি কলেশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক হাজার বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অনেকেই বলছেন, ভিডিয়ো বানানোর পরিবর্তে যদি পিছনের গাড়ির চালক হর্ন বাজিয়ে চালককে জাগিয়ে তুলতেন তা হলে হয়তো তা উল্টে যেত না। আবার অনেকের মতে এমন পরিস্থিতিতে হর্নের আওয়াজও কাজ করে না।

Advertisement
আরও পড়ুন