—প্রতীকী চিত্র।
ফেব্রুয়ারির বাজেট প্রস্তুতিতে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনায় বসেছে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সংশ্লিষ্ট মন্ত্রকের কর্তাদের সঙ্গে হওয়া সেই বৈঠকে সরকারের কাছে পুঁজি জোগাড়ের পথ সহজ করার আর্জি জানিয়েছে ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানগুলি (এনবিএফসি)। সে জন্য ন্যাশনাল হাউসিং ব্যাঙ্কের মতো মূলধন জোগানোর ব্যবস্থা করা এবং করের ক্ষেত্রে স্থায়ী আমানতের সঙ্গে সামঞ্জস্য রাখার সওয়াল করেছে তারা।
সম্প্রতি আর্থিক শিল্প উন্নয়ন পরিষদের সিইও রমন আগরওয়াল বলেন, এনবিএফসিগুলির জন্য সময়ে এবং নিয়মিত পুঁজির ব্যবস্থা করা দরকার। এ ভাবে তোলা টাকা তারা ছোট-মাঝারি সংস্থা এবং অগ্রাধিকার ক্ষেত্রগুলিকে ঋণ হিসেবে দিতে পারে। সেই সঙ্গে সারফেসি আইনে কিছু বদল এনে ঋণ উদ্ধারের পথও আরও সহজ করার দাবি জানিয়েছেন তাঁরা। আগরওয়ালের মতে, বর্তমানে এই আইনে ২০ লক্ষ টাকা বা তার বেশি আনাদায়ি ঋণের ক্ষেত্রে আদালতের নির্দেশ ছাড়াই বন্ধকী সম্পদের দখল নিতে পারে এনবিএফসিগুলি। সূত্রের খবর, বৈঠকে তা আরও কমিয়ে ১ লক্ষ করার সওয়াল করা হয়েছে। এতে কম অঙ্কের ঋণ উদ্ধারেও সুবিধা হবে।
তার উপরে অতিরিক্ত কোনও কর সংগ্রহ হয় না, এই যুক্তিতে ব্যক্তি নয় এমন করদাতার ক্ষেত্রে উৎসে কাটা করের ব্যবস্থা তুলে নেওয়ার দাবিও জানিয়েছে পরিষদ। সেই সঙ্গে স্থায়ী আমানতে মানুষের উৎসাহ বাড়াতে এতেও দীর্ঘমেয়াদি মূলধনী লাভকরের সুবিধা দেওয়ার আর্জি জানানো হয়েছে ব্যাঙ্কিং শিল্পের পক্ষ থেকে।