Mamata Banerjee

কলকাতা ও শিলিগুড়িতে দু’টি বাণিজ্য ও রফতানি সহায়তা কেন্দ্র, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী জানান, দুই শহরে সহায়তা কেন্দ্র তৈরি হলে দেশ-বিদেশে পণ্য পাঠানো সহজ হবে। ব্যবসা তালুকে হবে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৬:১১
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

বিধানসভা নির্বাচনের তিন মাস আগে রাজ্যের সমস্ত ব্যবসায়ী এবং সেই সমস্ত ব্যবসায় কর্মরত প্রায় দেড় কোটি মানুষকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ব‍্যবসায়ী সম্মেলনে তাঁর ঘোষণা, রাজ‍্যের ছোট ও মাঝারি ব‍্যবসায়ীদের স্বার্থে কলকাতা ও শিলিগুড়িতে দু’টি বাণিজ্য ও রফতানি সহায়তা কেন্দ্র, একটি ব্যবসা তালুক (বিটুবি), ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্য কল্যাণ পর্ষদ এবং নির্দিষ্ট সময়ে বিলের টাকা পাওয়ার জন‍্য পোর্টাল (ডব্লুবি ট্রেডস) চালু করতে চলেছে রাজ্য।

মুখ্যমন্ত্রী জানান, দুই শহরে সহায়তা কেন্দ্র তৈরি হলে দেশ-বিদেশে পণ্য পাঠানো সহজ হবে। ব্যবসা তালুকে হবে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ। আর কল্যাণ পর্ষদ ব্যবসায়ীদের সমস্যা সমাধানের পাশাপাশি, যে কোনও ছাড়পত্রের জন্য এক জানলা ব্যবস্থা হিসেবে কাজ করবে। তিন সপ্তাহের মধ্যে পর্ষদ তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন মমতা। এ দিন ব্যবসায়ীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‘আপনারাই রাজ্যের অর্থনীতির মূল স্তম্ভ। রাজ্যের আর্থিক বৃদ্ধির প্রধান চালিকাশক্তি। সরকার আপনাদের পাশে সব সময় আছে।’’

এ দিন একাধিক বিষয়ে বিজেপিকে দুষেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, অযথা রাজ্যের বদনাম করা হচ্ছে। অথচ বাস্তবে বেকারত্ব কমানো, পরিকাঠামো উন্নয়ন থেকে একগুচ্ছ সামাজিক প্রকল্প চালাচ্ছে তাঁর সরকার। ধর্মঘট শূন্যে নেমেছে। মমতা আরও বলেন, রাজ্যের ঋণ নিয়ে বিরোধীদের সমালোচনাও অযথা। কারণ, নিয়মের মধ্যে থেকেই রাজ্য ঋণ নিচ্ছে।

আরও পড়ুন