রাজ্যে আরও এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।
রাজ্যে আরও এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার হুগলিতে এক তৃণমূলকর্মীকে খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। ২০১০ সালে ওই তৃণমূলকর্মী খুন হন। তার পর থেকে এই ঘটনার তদন্ত করছিল সিআইডি। কিন্তু সিআইডি তদন্তে কোনও অগ্রগতি হয়নি, এমন অভিযোগ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় পরিবার। নিহতের পরিবারের আর্জি মেনেই সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি হুগলির জাঙ্গিপাড়ার প্রসাদপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধিদের নির্বাচন চলছিল। অভিযোগ, সিপিএম কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূলকর্মী রবীন ঘোষকে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে হত্যা করেন জাঙ্গিপাড়া থানার তৎকালীন ওসি তাপসব্রতী চক্রবর্তী।
দীর্ঘ দিন ধরে এই খুনের মামলার তদন্ত করছিল সিআইডি। যদিও তৃণমূলকর্মীর পরিবারের অভিযোগ, এত বছর পরেও তদন্তে কোনও অগ্রগতি হয়নি। তাই মামলাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দেওয়ার আর্জি জানায় পরিবার। পরিবারের আর্জি মেনেই বৃহস্পতিবার মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি ঘোষ।