Indian Economy

আরও কমল আর্থিক বৃদ্ধির পূর্বাভাস, ‘উজ্জ্বল বিন্দু’ হলেও লড়তে হচ্ছে ভারতকে

ভারতীয় অর্থনীতি ‘বিরল উজ্জ্বল বিন্দু’ বলে দাবি করলেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। তবে একই সঙ্গে তিনি মেনে নিয়েছেন, একটা সময়ে আর্থিক উন্নয়নে বিশ্ব অর্থনীতি যেমন অনুকূল পরিবেশ তৈরি করত, তা এখন অতীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ০৬:৪৮
২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৬.২%।

২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৬.২%। —প্রতীকী চিত্র।

সামরিক সংঘর্ষ এবং বাণিজ্যে বিভিন্ন রকম বাধায় বিশ্ব অর্থনীতিকে অমসৃণ পথ ধরে এগোতে হচ্ছে। তবে তারই মধ্যে ভারতীয় অর্থনীতি ‘বিরল উজ্জ্বল বিন্দু’ বলে দাবি করলেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। তবে একই সঙ্গে তিনি মেনে নিয়েছেন, একটা সময়ে আর্থিক উন্নয়নে বিশ্ব অর্থনীতি যেমন অনুকূল পরিবেশ তৈরি করত, তা এখন অতীত। ফলে অর্থনীতিকে অনেক লড়াই করে এগোতে হচ্ছে। আজই মূল্যায়ন সংস্থা ইক্রার পূর্বাভাস, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৬.২%। যা আগের পূর্বাভাসের (৬.৫%) থেকে কম।

আরও পড়ুন