credit card rule

ঘাড়ে চাপবে না ঋণের বোঝা, উল্টে মিলবে ছাড় ও পয়েন্ট পুরস্কার, কী কী ভাবে লাভজনক হবে ক্রেডিট কার্ড?

ক্রেডিট কার্ড ব্যবহারের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সঠিক কার্ড নির্বাচন করা। চাহিদা এবং ব্যয়ের উপর ভিত্তি করে কার্ড নির্বাচন করা উচিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮
smart tips will help you protect your credit score

—প্রতীকী ছবি।

ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ। অর্থাৎ ধার করে ঘি খাওয়া। ক্রেডিট কার্ডের দৌলতে ধার করে জিনিসপত্র কেনার প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে আমজনতার। কেনাকাটায় নগদের ব্যবহার অনেকটাই কমে গিয়েছে। তার বদলে বেড়েছে কার্ডের ব্যবহার। উপরি পাওনা ছাড়, বিশেষ অফার এবং পয়েন্টের পুরস্কার। তবে যাঁরা সদ্য ক্রেডিট কার্ড ব্যবহার শুরু করেছেন বা কার্ড নেওয়ার কথা ভাবছেন তাঁদের বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। জেনে নিন, ক্রেডিট কার্ড ব্যবহারের সময় কী কী নিয়ম মেনে চলা উচিত।

Advertisement

কয়েকটি স্মার্ট টিপ্‌স মানলেই ঋণের ফাঁদ এড়িয়ে ক্রেডিট স্কোর সুরক্ষিত রাখা সম্ভব। বাড়তি বোঝা না হয়ে ক্রেডিট কার্ড মুশকিল আসানের ভূমিকা নিতে পারে।

ক্রেডিট কার্ড ব্যবহারের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সঠিক কার্ড নির্বাচন করা। চাহিদা এবং ব্যয়ের উপর ভিত্তি করে কার্ড নির্বাচন করা উচিত। যাঁরা ভ্রমণ করতে ভালবাসেন, তাঁদের এমন একটি কার্ড বেছে নেওয়া উচিত যাতে বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস বা এয়ার মাইলের মতো সুবিধা রয়েছে। তাতে দেশ-বিদেশের সফরে গেলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

ক্রেডিট কার্ডের নানা অফার এবং ছাড়গুলির উপর নজর রাখতে হবে। এই ধরনের ছাড়ের সুবিধাগুলি প্রয়োজনীয় ব্যয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। এ ছাড়াও রিওয়ার্ড পয়েন্টগুলির মেয়াদ শেষ হচ্ছে কি না সে দিকে খেয়াল রাখা দরকার। কেনাকাটা, ভ্রমণ বা গিফট ভাউচারের জন্য সময়মতো সেগুলি ব্যবহার করলে সাশ্রয় করতে পারবেন।

সব সময় ক্রেডিট লিমিটের দিকে নজর দিতে হবে। ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় ক্রেডিট লিমিট উপেক্ষা করবেন না। সম্পূর্ণ ক্রেডিট লিমিট ব্যবহার করলে তা ক্রেডিট স্কোরের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এতে ভবিষ্যতে ঋণ বা নতুন ক্রেডিট কার্ড পেতে অসুবিধা সৃষ্টি হতে পারে।

Advertisement
আরও পড়ুন