Tight Jeans Sollution

পুরনো জিন্স টাইট হয়ে গিয়েছে? ফেলে না দিয়ে সহজ কিছু পদ্ধতি মেনে তা আবার পরতে পারেন!

ওজন বেড়ে যাওয়ার কারণে অনেকেই এই সমস্যায় পরেন কিন্তু সমাধানের উপায় কী? ঘরোয়া কিছু উপায়ে জিন্সের কোমরের মাপ ১-২ ইঞ্চি পর্যন্ত ঢিলে করে নেওয়া সম্ভব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ২০:৫৭

ছবি : সংগৃহীত।

পুরনো প্রিয় জিন্স টাইট হয়ে গেলে কি তা ফেলে দেবেন। ওজন বেড়ে যাওয়ার কারণে অনেকেই এই সমস্যায় পরেন কিন্তু সমাধানের উপায় কী? ঘরোয়া কিছু উপায়ে জিন্সের কোমরের মাপ ১-২ ইঞ্চি পর্যন্ত ঢিলে করে নেওয়া সম্ভব। কী ভাবে, দেখে নিন।

Advertisement

১. গরম জল ও স্ট্রেচিং

ডেনিমের কাপড় আর্দ্রতা এবং তাপে বাড়ে। জিন্সের কোমরের যে অংশটি টাইট হচ্ছে, সেখানে হালকা গরম জল স্প্রে করে ভিজিয়ে নিন। এবার জিন্সটির কোমরের দু’প্রান্ত দু’দিকে খুব জোর দিয়ে টানুন । ১০-১৫ বার এভাবে স্ট্রেচ করার পরে সাধারণ ঘরের হাওয়ায় শুকিয়ে নিন। ড্রায়ার ব্যবহার করবেন না, কারণ ড্রায়ারের তাপে জিন্সের কাপড় আবার সংকুচিত হতে পারে।

২. পরে থাকা অবস্থায় ব্যায়াম করুন

শুনতে অদ্ভুত লাগলেও জিন্সের কাপড় শরীরের আকার অনুযায়ী নিজেকে ঢিলে করে নিতে পারে। যে জিন্সটি টাইট হচ্ছে সেটি প্রথমে পরে নিন। তার পরে জিন্স পরা অবস্থাতেই ঘরে ১০-১৫ বার স্কোয়াট করুন বা বারবার হাঁটু গেড়ে বসুন এবং উঠুন। শরীরের নড়াচড়া এবং তাপে ডেনিমের সুতো ঢিলে হয়ে আসবে।

৩. হ্যাঙ্গার বা চওড়া কিছু ব্যবহার করা

জিন্সের কোমরটি জল দিয়ে ভিজিয়ে নিন। এবার একটি কাঠের শক্ত হ্যাঙ্গার (যেটি জিন্সের কোমরের চেয়ে সামান্য বড়) কোমরের ভেতর আড়াআড়িভাবে ঢুকিয়ে দিন। হ্যাঙ্গারটি এমনভাবে সেট করুন যাতে কোমরটি টানটান হয়ে থাকে। সারা রাত এভাবে রেখে দিন। সকালে দেখবেন কোমরের মাপ কিছুটা বড় হয়েছে।

৪. ইস্ত্রি বা আয়রন করা

জিন্স ধোয়ার পর যখন হালকা ভেজা থাকে, তখন কোমরের অংশটি টেনে ধরে গরম ইস্ত্রি দিয়ে বারবার আয়রন করুন। গরম ইস্ত্রির চাপে সুতোগুলো প্রসারিত হয় এবং জিন্সটি পরতে আরামদায়ক হয়।

৪. সেলাই

জিন্সের দু’পাশের জয়েন্ট বা সিম ২-৩ ইঞ্চি পর্যন্ত খুলে সেখানে একই রঙের ডেনিম কাপড় বা ইলাস্টিকের টুকরো ত্রিভুজাকৃতিতে কেটে ওই জায়গায় বসিয়ে সেলাই করে দিন। এটি দেখতেও স্টাইলিশ লাগে আবার কোমরের মাপও খানিকটা বাড়িয়ে দেয়।

Advertisement
আরও পড়ুন