(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী (ডান দিকে)। — ফাইল চিত্র।
কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন উন্নাওয়ের নির্যাতিতা এবং তাঁর মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে চান তাঁরা। ন্যায়বিচারের দাবিতে দেখা করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও।
উত্তরপ্রদেশের উন্নাওয়ে ধর্ষণকাণ্ডের আসামি প্রাক্তন বিজেপি নেতা কুলদীপ সিংহ সেঙ্গারের কারাদণ্ড মঙ্গলবার স্থগিত করে দিল্লি হাই কোর্ট। তাঁর জামিনের নির্দেশও দিয়েছে আদালত। তার পর থেকেই উদ্বিগ্ন নির্যাতিতা এবং তাঁর পরিবার। দাবি, নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। হাই কোর্টের রায়ের পরে দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে অবস্থান শুরু করেন নির্যাতিতা এবং তাঁর মা। অভিযোগ মঙ্গলবার রাতেই একপ্রকার জোর করেই তাঁদের সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, দিল্লি পুলিশ এবং কর্তব্যরত কেন্দ্রীয় আধাসেনা জওয়ানেরা তাঁদের হেনস্থা করেছেন।
ওই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে সমাজমাধ্যমে সরব হয়েছেন রাহুল। নির্যাতিতা এবং তাঁর মায়ের সঙ্গে পুলিশ যে আচরণ করেছে, তার নিন্দা জানিয়ে কংগ্রেস নেতা বলেন, “আমরা এক মৃত সমাজের দিকে এগোচ্ছি।” এর পরেই দিল্লিতে ১০, জনপথে সনিয়ার বাসভবনে উন্নাওয়ের নির্যাতিতা এবং তাঁর মায়ের সঙ্গে দেখা করেন রাহুল। কংগ্রেস নেত্রী সনিয়ার সঙ্গেও দেখা করেন তাঁরা। সূত্রের দাবি, নির্যাতিতা রাহুলকে জানিয়েছেন, তাঁরা নিরাপদ বোধ করছেন না। তাই কংগ্রেস শাসিত কোনও রাজ্যে তাঁদের থাকার ব্যবস্থা করার জন্য রাহুলের কাছে অনুরোধ করছেন তিনি। রাহুলও এ বিষয়ে তাঁদের আশ্বস্ত করেছেন বলে দাবি ওই সূত্রের।
রাহুলের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে নির্যাতিতা বলেন, “আমরা কী পরিস্থিতির মধ্যে রয়েছে, তা তাঁদের (রাহুলদের) জানাতে চাই। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই। আমি ন্যায়বিচার চাই।” রাহুলদের সঙ্গে বৈঠকের পরে বেরিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি জানান তিনি। ফের এক বার ন্যায়বিচারের দাবি তোলেন তিনি। নির্যাতিতা বলেন, “আমি চাই ন্যায়বিচার হোক। প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে চাই। ন্যায়বিচারের জন্য আমাদের লড়াইয়ের প্রশংসা করেছেন রাহুলজি। আমাদের সাহায্য করারও আশ্বাস দিয়েছেন।”