Bangladesh Situation

১৭ বছর পর অশান্ত বাংলাদেশে ফিরছেন খালেদা-পুত্র, যাবেন হাদির সমাধিস্থলেও, তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

শেখ হাসিনা এবং আওয়ামী লীগবিহীন নির্বাচনে নিরঙ্কুশ জয়ের আশা দেখছে বিএনপি। তারেকের প্রত্যাবর্তনে দলের কর্মী-সমর্থকেরাও উজ্জীবিত। বুধবারই তারেকের তিন দিনের কর্মসূচি ঘোষণা করে দিয়েছে খালেদার দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ২৩:৫১
তারেক রহমান।

তারেক রহমান। —ফাইল চিত্র।

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বাংলাদেশে ফিরছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। দুপুরের বিমানে ঢাকায় পৌঁছোনোর কথা তাঁর। শেখ হাসিনা এবং আওয়ামী লীগবিহীন নির্বাচনে নিরঙ্কুশ জয়ের আশা দেখছে বিএনপি। তারেকের প্রত্যাবর্তনে দলের কর্মী-সমর্থকেরাও উজ্জীবিত। বুধবারই তারেকের তিন দিনের কর্মসূচি ঘোষণা করে দিয়েছে খালেদার দল। অসুস্থ মাকে দেখতে যাওয়ার পাশাপাশি ওসমান হাদির সমাধিস্থলেও যাওয়ার কথা রয়েছে তারেকের।

Advertisement

বিমানবন্দরের বাইরেই তারেককে সম্বর্ধিত করার পরিকল্পনা নিয়েছেন বিএনপি-র নেতা-কর্মীরা। সেই পর্ব শেষ হলে ঢাকার হাসপাতালে অসুস্থ খালেদাকে দেখতে যাবেন তারেক। সেখান থেকে তিনি যাবেন গুলশানের বাড়িতে। শুক্রবার পিতা তথা বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তারেক। শনিবার হাদির সমাধিস্থলে যাওয়ার পাশাপাশি জুলাই আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন তিনি। ওই দিনই তাঁর ভোটার হিসাবে আবেদন করার জন্য বাংলাদেশের নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার কথা।

তারেকের প্রত্যাবর্তনের দিকে নজর রাখছে বাংলাদেশের রাজনৈতিক মহল। নজর রাখছে নয়াদিল্লিও। আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে লড়াই করতে পারবে না হাসিনার দল আওয়ামী লীগ। বুধবার আরও এক বার তা জানিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এই পরিস্থিতিতে বাংলাদেশের পুরনো দলগুলির মধ্যে একমাত্র বিএনপি-ই নির্বাচনী ময়দানে নামছে। অন্য দিকে, ভারতের কূটনৈতিক মহলের একাংশও মনে করছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ-বিরোধী কট্টরপন্থী দল ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ (‘জামাত’ নামেই যা পরিচিত)-র প্রভাব এবং প্রসার রুখতে আপাতত তারেকের উপর ভরসা করা ছাড়া গতি নেই। তারেক নিজেও অবশ্য গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেই দেশে ফিরছেন।

তবে অশান্ত বাংলাদেশে তারেক গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ কতটা করতে পারবেন, তা নিয়ে সন্দিহান অনেকে। নির্বাচন পন্ড হতে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ। এই আবহে মঙ্গলবার ওসমান হাদির দাদা শরিফ ওমর হাদি দাবি করেছেন নির্বাচন ভেস্তে দিতেই তাঁর ভাইকে গুলি করে খুন করা হয়েছে। এ ক্ষেত্রে তিনি আঙুল তুলেছেন ইউনূস সরকারের দিকে। অন্য দিকে, ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক চাপানউতোর চলছেই। বুধবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফের তলব করে ভারতের বিদেশ মন্ত্রক। এই আবহে ইউনূস সরকারের এক উপদেষ্টা জানিয়েছেন, নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা চালাচ্ছে ঢাকা। তিনি যা-ই বলুন, বাংলাদেশে ভারত-বিরোধী প্রচার এখনও তুঙ্গে। এ পারেও তার আঁচ এসে পড়েছে। বুধবার পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে পণ্যবাহী ট্রাক আটকে বিক্ষোভ দেখান হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যেরা।

ভোট বানচাল করতেই হাদিকে খুন?

মঙ্গলবার ঢাকার শাহবাগে ‘শহিদি শপথ’ নামে একটি কর্মসূচির আয়োজন করে ইনকিলাব মঞ্চ। সেই সংগঠনেরই আহ্বায়ক ছিলেন নিহত হাদি। মঙ্গলবার ঢাকার শাহবাগে ‘শহিদি শপথ’ নামে একটি কর্মসূচির আয়োজন করে ইনকিলাব মঞ্চ। সেই সংগঠনেরই আহ্বায়ক ছিলেন নিহত হাদি। হাদি খুন হওয়ার পর পাঁচ দিন কেটে গেলেও ইউনূস সরকার খুনিদের ধরতে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেন তিনি। হুঁশিয়ারির সুরে তিনি জানান, এ ভাবে চলতে থাকলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এই সরকারের লোকজনও বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন।

ফের তলব বাংলাদেশের রাষ্ট্রদূতকে

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে বুধবার ফের তলব করে ভারতের বিদেশ মন্ত্রক। এই নিয়ে একই সপ্তাহে দু’বার বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডাকল এস জয়শঙ্করের মন্ত্রক। মঙ্গলবার বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। তার কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে নরেন্দ্র মোদীর সরকার। তবে কী কারণে ভারতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে ফের তলব করা হল, তা এখনও স্পষ্ট নয়। গত কয়েক দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তার মধ্যেই গত সপ্তাহে হামিদুল্লাকে তলব করে ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিল ভারত সরকার।

সম্পর্ক মেরামতির চেষ্টা!

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক শৈত্য কাটাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করলেন ইউনূসের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, ভারতের সঙ্গে সম্পর্ক আর খারাপের দিকে যাবে না। সেই চেষ্টাই চলছে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা ইউনূস অবগত রয়েছেন বলে জানান তিনি। দু’দেশের সম্পর্কের অবনতির জন্য বাংলাদেশের ভিতরে চলতে থাকা ভারতবিরোধী প্রচারকেই দায়ী করেছেন সালেহউদ্দিন।

বিক্ষোভ চলছেই

বাংলাদেশের ময়মনসিংহে যুবক খুনের ঘটনার আঁচ পড়েছে এ রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তে। আমদানি-রফতানির ট্রাক আটকে বিক্ষোভ দেখান হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যেরা। ট্রাকের পথ আটকে স্লোগানও দেন তাঁরা। শিলিগুড়ির ফুলবাড়ি হোক বা উত্তর ২৪ পরনার ঘোজাডাঙা বা পেট্রাপোল— রাজ্যের প্রায় সব সীমান্তে কমবেশি একই ছবি ধরা পড়ে বুধবার সকাল থেকে। বাংলাদেশের যুবক দীপু দাস খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি চলছে। মূলত হিন্দুত্ববাদী সংগঠনগুলিই বিক্ষোভের সামনের সারিতে রয়েছে। বুধবার এই ঘটনার প্রতিবাদে হাওড়া ব্রিজ অবরোধ করার চেষ্টা করে বিজেপি। তবে মিছিল ব্রিজে ওঠার আগেই তা আটকে দেয় পুলিশ।

দীপুর পরিবারের দায়িত্ব নিল সরকার

ময়নমনসিংহে নিহত দীপু দাসের পরিবারের দায়িত্ব নিল ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ কথা জানিয়েছেন সরকারের এক উচ্চপদস্থ উপদেষ্টা। ২৫ বছরের দীপুকে কয়েক জন পিটিয়ে খুন করে তাঁর দেহ পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়েই কাপড়কলের শ্রমিকের পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানান তিনি। এই ঘটনাকে ‘পাশবিক অপরাধ’ বলেও উল্লেখ করেন।

Advertisement
আরও পড়ুন