Explosion in Moscow

ফের মস্কোয় বিস্ফোরণ, নিহত দুই পুলিশ আধিকারিক-সহ তিন জন

চলতি সপ্তাহের গোড়াতেই দক্ষিণ মস্কোয় গাড়ি বিস্ফোরণে নিহত হন রাশিয়ার এক শীর্ষস্থানীয় সেনাকর্তা। বুধবার মস্কোর ইয়েলৎস্কায়া রোডে ওই ঘটনাস্থলের অনতিদূরেই দ্বিতীয় বিস্ফোরণটি হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৫
বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন রুশ তদন্তকারীরা। বুধবার মস্কোয়।

বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন রুশ তদন্তকারীরা। বুধবার মস্কোয়। ছবি: পিটিআই।

রাশিয়ার রাজধানী মস্কোয় ফের বিস্ফোরণ। মৃত্যু হল দুই পুলিশ আধিকারিক-সহ তিন জনের। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে রুশ তদন্তকারী সংস্থা।

Advertisement

চলতি সপ্তাহের গোড়াতেই দক্ষিণ মস্কোয় গাড়ি বিস্ফোরণে নিহত হন রাশিয়ার এক শীর্ষস্থানীয় সেনাকর্তা। বুধবার মস্কোর ইয়েলৎস্কায়া রোডে ওই ঘটনাস্থলের অনতিদূরেই দ্বিতীয় বিস্ফোরণটি হয়।

রুশ সংবাদসংস্থাগুলির প্রতিবেদন অনুসারে, বুধবার পুলিশের টহলদার গাড়ির সামনে এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন দুই পুলিশ আধিকারিক। তাঁরা ওই যুবককে আটক করতে গেলে সশব্দে বিস্ফোোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই পুলিশ আধিকারিক এবং কাছেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির।

এই বিস্ফোরণের নেপথ্যে ইউক্রেনের হাত রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতভর মস্কো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনা। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৭২টি ড্রোন ধ্বংস করেছে বলেও জানানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন