Yash Dayal

খারিজ হয়ে গেল দয়ালের জামিনের আবেদন, যৌন হেনস্থাকাণ্ডে আরও সমস্যায় আইপিএল জয়ী ক্রিকেটার

আইপিএল জয়ী ক্রিকেটার যশ দয়ালের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। বুধবার জয়পুরের পকসো আদালত দয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। তিনি এক নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ২১:৪৬
cricket

যশ দয়াল। — ফাইল চিত্র।

আইপিএল জয়ী ক্রিকেটার যশ দয়ালের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। বুধবার জয়পুরের পকসো আদালত দয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। তিনি এক নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত।

Advertisement

জয়পুর মেট্রোপলিটান আদালতের বিচারপতি অলকা বনসল একটি রায়ে জানিয়েছেন, আদালতের হাতে যা প্রমাণ রয়েছে তাতে কোনও ভাবেই প্রমাণিত হয় না যে, অন্যায় ভাবে দয়ালকে ফাঁসানো হয়েছে। তাই এই মুহূর্তে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া সম্ভব নয়।

জয়পুরের সাঙ্গানের থানায় ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। এক নাবালিকা অভিযোগে জানিয়েছে, ক্রিকেটজীবন তৈরি করে দেওয়ার অজুহাতে দয়াল তাঁকে হুমকি দিয়েছেন, মানসিক ভাবে অত্যাচার করেছেন এবং আড়াই বছর ধরে জয়পুর এবং কানপুরের হোটেলে ডেকে তাকে ধর্ষণ করেছেন।

নির্যাতিতার মোবাইল থেকে কথাবার্তার চ্যাট, ছবি এবং ভিডিয়ো পাওয়া গিয়েছে। পাশাপাশি কল রেকর্ড এবং হোটেলের দেওয়া তথ্য থেকেও দয়ালের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ।

দয়ালের আইনজীবী কুণাল জয়মান যদিও যুক্তি দেন, ওই ক্রিকেটার জনসমক্ষে নাবালিকার সঙ্গে দেখা করেছেন। একা কখনও নয়। নাবালিকা না কি নিজেকে পূর্ণবয়স্ক মহিলা হিসাবে পরিচয় দিয়েছে। আর্থিক সমস্যার অজুহাত দেখিয়ে দয়ালের থেকে টাকাও নিয়েছে। আরও টাকা চেয়েছিল। দয়ালের মতো পরিচিত ক্রিকেটারকে কলুষিত করার জন্যই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

দয়ালের আইনজীবী আরও জানান, গাজ়িয়াবাদে একই রকম আর একটি অভিযোগ দায়ের হয়েছে তাঁর নামে। কোনও প্রমাণ না কি এখনও পাওয়া যায়নি সে ক্ষেত্রে।

নির্যাতিতার আইনজীবী রচনা মন জানিয়েছেন, ক্রিকেটজীবন এগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই নাবালিকার সঙ্গে দিনের পর দিন শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন দয়াল। সব শুনে বিচারপতি দয়ালের জামিনের আবেদন খারিজ করে দেন।

Advertisement
আরও পড়ুন