Ravi Shastri

ইংল্যান্ডের কোচ শাস্ত্রী? বাজ়বল কোচের বদলে আনা হোক ভারতের প্রাক্তন কোচকে, দাবি প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের

অ্যাশেজ়ে হেরেছে ইংল্যান্ড। তার আগে দেশের মাটিতে হারাতে পারেনি ভারতকে। ধারাবাহিক ব্যর্থতা দেখে ইংল্যান্ডের কোচ বদলের দাবি তুললেন প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসর। তিনি রবি শাস্ত্রীকে কোচ করার দাবি তুলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯
cricket

রবি শাস্ত্রী। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ায় গিয়ে দু’টি টেস্ট বাকি থাকতেই অ্যাশেজ়ে হেরেছে ইংল্যান্ড। তার আগে দেশের মাটিতে টেস্ট সিরিজ়ে হারাতে পারেনি ভারতকে। ধারাবাহিক ব্যর্থতা দেখে ইংল্যান্ডের কোচ বদলের দাবি তুললেন প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসর। তিনি রবি শাস্ত্রীকে কোচ করার দাবি তুলেছেন।

Advertisement

সাংবাদিক রবি বিস্তের সঙ্গে আলাপচারিতায় পানেসর বলেছেন, “আপনাকে আগে জানতে হবে, অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাপারে কে সবচেয়ে ভাল জানে? কী ভাবে মানসিক, শারীরিক এবং কৌশলগত ভাবে অস্ট্রেলিয়ার দুর্বলতা কাজে লাগাতে পারবেন? আমার মনে হয় ইংল্যান্ডের পরবর্তী কোচ হিসাবে রবি শাস্ত্রীর কথা ভাবা উচিত।”

অস্ট্রেলিয়ায় শাস্ত্রীর পরিসংখ্যান দেখেই এই দাবি করেছেন পানেসর। কোচ হিসাবে ভারতের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা পর্বের সাক্ষী থেকেছেন শাস্ত্রী। তাঁর কোচিংয়েই দু’বার অস্ট্রেলিয়াকে তাদের দেশে গিয়ে হারিয়েছে ভারত।

ভারতের কোচ হিসাবে ৪৩টি টেস্টে দায়িত্বে ছিলেন শাস্ত্রী। তার মধ্যে ২৫টিতে জিতেছে ভারত। এক দিনের ক্রিকেটে ৭৬টি ম্যাচের মধ্যে জিতেছে ৫১টিতে। টি-টোয়েন্টিতে ৬৫টি ম্যাচের মধ্যে জিতেছে ৪২টিতে।

অন্য দিকে, ইংল্যান্ডকে পুরোপুরি দিশাহীন দেখিয়েছে তিনটি টেস্টেই। কী ভাবে অস্ট্রেলিয়াকে হারাতে হবে সে সম্পর্কে যেন কোনও ধারণাই নেই তাদের। ক্রিকেটারেরা দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন। অস্ট্রেলিয়া তিনটি টেস্টেই শাসন করেছে।

শুধু তাই নয়, ইংল্যান্ডের ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ উঠেছে। অতিরিক্ত মদ্যপানের প্রভাব খেলাতেও পড়েছে বলে দাবি করেছেন একাধিক বিশেষজ্ঞ ক্রিকেটার।

Advertisement
আরও পড়ুন