Jasprit Bumrah

এক নম্বর বোলার বুমরাহের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন কামিন্স, টি-টোয়েন্টিতে ভাল খেলার দাম পেলেন তিলক

টেস্ট ক্রিকেটে এখন বিশ্বের এক নম্বর বোলার তিনি। সেই জসপ্রীত বুমরাহের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করলেন প্যাট কামিন্স। দু’নম্বরে উঠে এসেছেন তিনি। টি-টোয়েন্টির ক্রমতালিকায় তিলক বর্মা উঠে এসেছেন তিন নম্বরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৭
cricket

জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।

টেস্ট ক্রিকেটে এখন বিশ্বের এক নম্বর বোলার তিনি। সেই জসপ্রীত বুমরাহের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করলেন প্যাট কামিন্স। তৃতীয় টেস্টে ভাল খেলার সুবাদে দু’নম্বরে উঠে এসেছেন কামিন্স। বুমরাহের থেকে মাত্র কয়েক র‌্যাঙ্কিং পয়েন্ট দূরে তিনি। অন্য দিকে, টি-টোয়েন্টির ক্রমতালিকায় তিলক বর্মা উঠে এসেছেন তিন নম্বরে।

Advertisement

অ্যাশেজ়ের প্রথম দু’টি টেস্টে খেলতে না পারলেও তৃতীয় টেস্টে ফিরেই ভাল খেলেছেন কামিন্স। ম্যাচে ১১৭ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ৮২ রানে জিততে সাহায্য করেছেন। এক লাফে চার ধাপ উঠে দুইয়ে রয়েছেন কামিন্স। সরিয়ে দিয়েছেন সতীর্থ মিচেল স্টার্ককে। বুমরাহের (৮৭৯) থেকে ৩০ পয়েন্ট পিছনে রয়েছেন কামিন্স।

ব্যাটারদের তালিকায় ট্রেভিস হেড চার ধাপ উঠে স্বদেশি স্টিভ স্মিথের সঙ্গে যুগ্ম ভাবে তৃতীয় স্থানে রয়েছেন। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করে অস্ট্রেলিয়াকে ৪৩৪ রানের লিড নিতে সাহায্য করেন, যা শেষ পর্যন্ত ম্যাচ জেতায়। অ্যালেক্স ক্যারে ছ’ধাপ উঠে রয়েছেন ন’নম্বরে।

টি-টোয়েন্টি ক্রমতালিকায় ১০ ধাপ উঠে বুমরাহ এসেছেন ১৮তম স্থানে। মাহিশ থিকশানারও সমান পয়েন্ট। তিলক বর্মার উত্থান অব্যাহত। তিনি এক ধাপ উঠে তৃতীয় স্থানে এসেছেন। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে তিলক সর্বোচ্চ রান শিকারি।

Advertisement
আরও পড়ুন