সংসদের অন্দরে। — ফাইল চিত্র।
পেন ক্যামেরা বা স্মার্ট চশমার মতো ডিজিটাল যন্ত্র সংসদ চত্বরে ব্যবহার করবেন না। সাংসদদের উদ্দেশে এমনটাই অনুরোধ করেছে লোকসভার সচিবালয়। বিভিন্ন ধরনের ডিজিটাল যন্ত্র যেমন স্মার্ট চশমা, স্মার্ট পেন বা ঘড়ি বা অন্য কোনও ডিজিটাল ডিভাইস সংসদ চত্বরে ব্যবহার না-করার পরামর্শ দেওয়া হয়েছে। সচিবালয়ের বক্তব্য, ডিজিটাল ডিভাইস থেকে যেমন সাংসদদের গোপনীয়তা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা থাকে, তেমনই সংসদেরও বিশেষাধিকার খর্ব হওয়ার আশঙ্কা থাকে।
লোকসভার এক বুলেটিনে এ বিষয়ে সাবধান করে দেওয়া হয়েছে সাংসদদের। বিশেষ করে স্মার্ট চশমা, পেন ক্যামেরা এবং স্মার্ট ঘড়ির কথা উল্লেখ করা হয়েছে সেখানে। বলা হয়েছে, এই ধরনের ডিভাইসগুলি বর্তমানে দেশীয় বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর মধ্যে কিছু কিছু ডিভাইসের ব্যবহারের ফলে গোপনীয়তা এবং নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই আশঙ্কা থেকেই সংসদ চত্বরে এ ধরনের জিনিসের ব্যবহার এড়িয়ে চলার জন্য বলেছে লোকসভার সচিবালয়।
সাংসদদের সতর্ক করা হলেও এ বিষয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা করেনি লোকসভার সচিবালয়। স্মার্ট ডিভাইস ব্যবহারের ফলে গোপনীয়তা বা নিরাপত্তায় কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, সে বিষয়েও নির্দিষ্ট ভাবে কিছু মন্তব্য করা হয়নি। তবে বর্তমান যুগে যে ভাবে স্মার্ট ডিভাইস ব্যবহারের হিড়িক বেড়েছে, তাতে লোকসভার সচিবালয়ের এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ।