US tariff on India

আমেরিকার শুল্কের ধাক্কায় গাড়ি শিল্পের বড় ক্ষতি, সমস্যায় দেশের ছোট-মাঝারি শিল্পও

স্থায়ী কমিটির বৈঠকে এ কথা জানানভারী শিল্প, বাণিজ্য, বস্ত্র ও এমএসএমই কর্তারা। ছিলেন বিদেশ ও কৃষি মন্ত্রক, মৎস্য বিভাগের প্রতিনিধিরাও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:০৭
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভারতীয় পণ্যেমোট ৫০% শুল্ক চাপিয়েছে আমেরিকা। এতে দেশের গাড়ি শিল্পের মারাত্মক ক্ষতি হয়েছে। ছোট-মাঝারি শিল্প (এমএসএমই) ধাক্কা খেয়েছে ৮০%। পাশাপাশি ‘বন্ধু রাষ্ট্র’ রাশিয়ায় বস্ত্র রফতানি কমেছে ৩৮%। সূত্রের খবর,মঙ্গলবার বাণিজ্য মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ কথা জানানভারী শিল্প, বাণিজ্য, বস্ত্র ও এমএসএমই কর্তারা। ছিলেন বিদেশ ও কৃষি মন্ত্রক, মৎস্য বিভাগের প্রতিনিধিরাও।

এ দিন সরকারি কর্তাদের কাছে রফতানির ক্ষতি, তাতে বাধা, ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক এবং চুক্তির ভবিষ্যৎ নিয়ে অন্তত ১০টি প্রশ্ন রাখেন কমিটির চেয়ারপার্সন দোলা দেন এবং অন্যান্য সদস্য। সূত্রের খবর, কর্তারা জানিয়েছেন দু’সপ্তাহ পরে লিখিতভাবে এর উত্তর দেওয়া হবে। জানা গিয়েছে, তাঁরা বলেছেন শুল্কের চাপে সমস্যা হচ্ছে। তবে আমেরিকা ছাড়াও বিভিন্ন দেশে নানা ক্ষেত্রে রফতানি বাড়াতে জোর দেওয়া হচ্ছে। গাড়ি, বস্ত্র, ছোট শিল্পের মতো ক্ষেত্রে ধাক্কার কথা মেনেছেন তাঁরা। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি কবে হবে, দেননি তার সময়সীমাও।

আরও পড়ুন