লাফিয়ে তাক থেকে বই পাড়ছে কেউ, ঝরঝর ঝরছে আশপাশের বই, ঝাঁপিয়ে লুফছে মানুষ, চালান করছে সঙ্গীর হাতে। ক’দিন আগে দিল্লিতে হওয়া বইমেলার এই ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। একটি স্টল থেকে ফ্রি বইয়ের ঘোষণা হয়েছিল, অতঃপর। মাগনা পেলে আম ভারতীয় যে সভ্যতা-ভব্যতা ভুলতে তিলমাত্র দ্বিধা করবেন না, সেঁকো বিষও ফাউ পেলে মুখে তুলবেন, প্রমাণে বাকি রইল কিছু? কলকাতা কখনও লন্ডন না হোক, এই দিল্লি যেন ভুলেও না হয়।