SIR

এসআইআরের আবহে ভিন্ দেশ থেকে ফিরলেন স্মৃতিভ্রষ্ট ৩৫ জন

রেডিয়ো ক্লাব জানাচ্ছে, নেপাল থেকে যে ২৯ জন ফিরেছেন, তাঁদের মধ্যে অনেকেই ২০-২২ বছর ধরে নিখোঁজ ছিলেন। অনেকের পরিবার নিখোঁজ ডায়েরির কাগজও হারিয়ে ফেলেছে। অনেকে আবার দীর্ঘ দিন ধরে ভিন্‌ দেশে পড়ে রয়েছেন।

প্রবাল গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১০:২৬

—প্রতীকী চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) বিধি অনুযায়ী, নাগরিকত্বের প্রমাণ দিতে গিয়ে ব্যতিব্যস্ত সাধারণ মানুষ।

এমন পরিস্থিতিতে মানসিক সমস্যার কারণে নিখোঁজ হয়ে বিদেশে গিয়ে আটকে পড়া লোকজনের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে উদ্বেগে ছিলেন তাঁদের আত্মীয়েরা। এক বার এসআইআরের প্রক্রিয়া শেষ হয়ে গেলে ভিন্‌ দেশে আটকে পড়া স্মৃতিভ্রষ্ট নাগরিকেরা দেশে ফিরতে পারবেন কিনা, তা নিয়েও ভাবিত ছিলেন অনেকে। কিন্তু ভারতীয় দূতাবাস, নেপাল দূতাবাস এবং বাংলাদেশ দূতাবাসের মিলিত প্রয়াসে এসআইআর প্রক্রিয়া চলাকালীনই নেপাল ও বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ৩৫ জন স্মৃতিহারা ভারতীয় নাগরিক। সম্প্রতি তাঁদের দেশে ফেরানো হয়। এঁদের মধ্যে নেপাল থেকে উদ্ধার হওয়া ২৯ জনের মুম্বইয়ে চিকিৎসাও শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে ফেরত আসা লোকজন অবশ্য ফিরে গিয়েছেন নিজেদের বাড়িতেই। সামগ্রিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা নিয়েছেন ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সদস্যেরা। তাঁরা দুই দেশ থেকে উদ্ধার হওয়া লোকজনকে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন।

ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বললেন, ‘‘পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এসআইআরের কাজ চলছে। এর পরে দেশের অন্যান্য রাজ্যেও এসআইআর হওয়ার কথা। আমরা বিভিন্ন সময়ে নেপাল, বাংলাদেশ থেকে মানসিক ভারসাম্যহীন মানুষকে ফিরিয়ে এনেছি। ফলে, আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম, এই সব মানুষের নাম যাতে ভোটার তালিকা থেকে কাটা না যায়, সে দিকে খেয়াল রাখতে। কারণ, এক বার নাম কাটা গেলে তাঁদের দেশে ফেরানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হত।’’

রেডিয়ো ক্লাব জানাচ্ছে, নেপাল থেকে যে ২৯ জন ফিরেছেন, তাঁদের মধ্যে অনেকেই ২০-২২ বছর ধরে নিখোঁজ ছিলেন। অনেকের পরিবার নিখোঁজ ডায়েরির কাগজও হারিয়ে ফেলেছে। অনেকে আবার দীর্ঘ দিন ধরে ভিন্‌ দেশে পড়ে রয়েছেন। দিল্লিতে নেপাল দূতাবাসের মাধ্যমে ওই দেশে মানসিক রোগীদের নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন রেডিয়ো ক্লাবের সদস্যেরা। ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা দীপককুমার করণ জানান, বিরাটনগর, সরলাহি, রোতহাট, সুনসারি, ধনকুটার মতো জায়গা থেকে ১৭ জন পুরুষ ও ১২ জন মহিলাকে উদ্ধার করা হয়েছিল। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ যেমন রয়েছেন, তেমনই রয়েছেন বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মানুষ। এই প্রসঙ্গে অভিষেক ঘোষ নামে ৩১ বছরের এক যুবকের কথা উল্লেখ করে দীপক বলেন, ‘‘৩১ বছরের ওই ব্যক্তিকে একটি পাহাড়ি জায়গা থেকে উদ্ধার করা হয়। সেখানে লোকজনের থেকে খাবার চেয়ে খাচ্ছিলেন ওই যুবক।’’ অভিষেক উত্তর ২৪ পরগনার বাসিন্দা।

এ ভাবেই সম্প্রতি বাংলাদেশ থেকে ছ’জনকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানাচ্ছে ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব। এখনও অনেকের সন্ধান মিলছে। তারা জানাচ্ছে, দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকার বাসিন্দা এক মহিলা ১৬ বছর ধরে নিখোঁজ। বর্তমানে তিনি বাংলাদেশের রংপুরে রয়েছেন। অম্বরীশ বলেন, ‘‘ওই মহিলার পরিবারকে খুঁজে পাওয়া গিয়েছে। সদস্যদের বলা হয়েছে, স্থানীয় থানায় মিসিং ডায়েরি করতে। যাতে দ্রুত আমরা মহিলাকে ফেরানোর কাজ শুরু করে দিতে পারি।’’

আরও পড়ুন