US Snow Storm

তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা: বাতিল ১৩০০ বিমান, ঝঞ্ঝার কবলে ১৪ কোটি মানুষ, আরও খারাপ পরিস্থিতির পূর্বাভাস

ন্যাশনাল ওয়েদার সার্ভিস-এর এক কর্তা অ্যালিসন স্যান্টোরেলি বলেন, ‘‘আগামী কয়েক দিন তুষারপাতের পরিমাণ আরও বাড়বে। ফলে পরিস্থিতি এত তাড়াতাড়ি উন্নতির কোনও সম্ভাবনা নেই।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১১:৪৭
মিসৌরি ঢাকা পড়েছে বরফে। ছবি: রয়টার্স।

মিসৌরি ঢাকা পড়েছে বরফে। ছবি: রয়টার্স।

তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা। দেশের প্রায় ১৪ কোটি মানুষ শীতঝঞ্ঝার কবলে। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড— বরফের পুরু আস্তরণে ঢেকে গিয়েছে। রাস্তাঘাট বরফের নীচে। তার মধ্যে বিদ্যুৎবিভ্রাট পরিস্থিতিতে আরও কঠিন করে তুলেছে। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী তুষারপাত হবে। তার সঙ্গে চলবে ঝোড়ো হাওয়াও। ফলে এই সময়ে বাড়ির বাইরে না বার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের।

Advertisement

ন্যাশনাল ওয়েদার সার্ভিস-এর এক কর্তা অ্যালিসন স্যান্টোরেলি বলেন, ‘‘আগামী কয়েক দিন তুষারপাতের পরিমাণ আরও বাড়বে। ফলে পরিস্থিতির তাড়াতাড়ি উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। তুষারঝড়ের কারণে অনেক জায়গাতেই উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।’’ কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান বরফ জমে গিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এই দুর্যোগকে জরুরি অবস্থা ঘোষণা করার অনুমতি দিয়েছেন শনিবার।

স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ঝড়ের কারণে নানা প্রান্ত থেকে বিদ্যুৎবিভ্রাটের খবর মিলেছে। এক লক্ষের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। তার মধ্যে টেক্সাস এবং লুইজ়িয়ানায় ৫০ হাজার বাড়ি বিদ্যুৎহীন। এমনটাই বলছে পাওয়ারআউটেজ ডট ইউএস। টেক্সাসের শেলবি কাউন্টিতে এত তুষারপাত হচ্ছে যে গাছগুলি পুরু বরফের আস্তরণে ঢাকা পড়ে গিয়েছে। অনেক গাছ ঝড়ে ভেঙে পড়েছে। যার জেরে বিদ্যুৎ পরিবহণ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে শেলবি কাউন্টির তরফে।

ফ্লাইটঅ্যাওয়ার ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য বলছে, শনি থেকে রবিবার পর্যন্ত আমেরিকা জুড়ে ১৩০০ উড়ান বাতিল হয়েছে। শনিবার বেশির ভাগ উড়ান বাতিল হয়েছে ওকলাহোমা সিটির উইল রজার্স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সেখানে রবিবারের সমস্ত উড়ান বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০০ বিমান বাতিল করা হয়েছে। বিমান পরিষেবা ব্যাহত শিকাগো, আটলান্টা, ন্যাশভিলে, শার্লট এবং নর্থ ক্যারোলাইনাতেও।

দেশের দক্ষিণ প্রান্তকে লন্ডভন্ড করে উত্তর-পূর্বের দিকে এগোচ্ছে ঝড়। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, বস্টনে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। নিউ ইয়র্কের সদ্যনির্বাচিত মেয়র জ়োহরান মামদানি এই দুর্যোগে খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বার হওয়ার পরামর্শ দিয়েছেন। দেশের ২০টি স্টেটস-এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে, আলাবামা, আরকানসাস, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, কেন্টাকি, লুইজ়িয়ানা, মেরিল্যান্ড, মিসিসিপি, মিসৌরি, নেব্রাস্কা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলাইনা, টেনেসি, ভার্জিনিয়া, এবং ওয়েস্ট ভার্জিনিয়া।

Advertisement
আরও পড়ুন