Geeta

যৎকিঞ্চিৎ

চিকেন প্যাটিস বিক্রেতা তাঁর ‘কর্তব্যকর্ম’ই করছিলেন। এমনকি মারমুখী জনতার সামনেও মিথ্যে বলেননি।

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৭:০১

অর্জুন যুদ্ধ করবেন না। শ্রীকৃষ্ণ তাই ধমকালেন: এই ক্লীবতা মানহানিকর, এর বশ হোয়ো না। ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করো, উঠে দাঁড়াও, কর্তব্যকর্ম করো। ব্রিগেডে লক্ষকণ্ঠে গীতার এই শ্লোক উচ্চারিত হয়েছিল নিশ্চয়ই। তবে মরমে যে পশেনি তা স্পষ্ট, নয়তো বোঝা যেত: চিকেন প্যাটিস বিক্রেতা তাঁর ‘কর্তব্যকর্ম’ই করছিলেন। এমনকি মারমুখী জনতার সামনেও মিথ্যে বলেননি। সেই মনীষী আজ কই যিনি বলবেন, এই গীতাপাঠ অপেক্ষা প্যাটিস বিক্রি করিলে তোমরা কাণ্ডজ্ঞানের নিকটবর্তী হইবে!

আরও পড়ুন