শিবরাম চক্রবর্তী কবেই বলে গেছেন, নতুন বছর নতুন বছর বলে হইচইয়ের কিচ্ছু নেই: যখনই কোনও নতুন বছর এসেছে, এক বছরের বেশি টেকেনি। তবু আমরা শোরগোল করি কেন? সম্ভবত পুরনো, চলতি বছরটাকে আর সহ্য করা যাচ্ছে না বলেই। মানবচরিত্রই আসলে এই: নতুন যা কিছু নিয়েই গোড়ায় খানিক তম্বিতম্বা, মধ্যপথে পুরনো কিসে কম বা, শেষটায় আর সইছে না জগদম্বা! স্বপ্ন ও স্বপ্নভঙ্গের মাঝখানটুকুর নাম শুধু একটি বছর— ক্যালেন্ডার নিমিত্তমাত্র।