Vladimir Putin

যৎকিঞ্চৎ

ভ্লাদিমির পুতিনকে ভারতে স্বাগত জানাতে বারাণসীর মানুষ রীতিমতো ফটো সাজিয়ে, ধূপ-দীপ জ্বালিয়ে, ভক্তিগীতি গেয়ে আরতি করলেন, পরে সম্মিলিতকণ্ঠে ‘ভারতমাতা কি জয়’, ‘ভারত-রুশ ভাই ভাই’ও হল।

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ০৬:০২

পুতুল-পুজো নয়, পুতিন-পুজো। ভ্লাদিমির পুতিনকে ভারতে স্বাগত জানাতে বারাণসীর মানুষ রীতিমতো ফটো সাজিয়ে, ধূপ-দীপ জ্বালিয়ে, ভক্তিগীতি গেয়ে আরতি করলেন, পরে সম্মিলিতকণ্ঠে ‘ভারতমাতা কি জয়’, ‘ভারত-রুশ ভাই ভাই’ও হল। কাশীর ঘাটে প্রদীপমালায় ‘স্বাগত পুতিন’ও দেখা গেল। ট্রাম্পের বেলাতেও কারা যেন ঘটা করে যাগযজ্ঞ করেছিল, তাতে শুল্কভার আটকায়নি, মোহভঙ্গ হলে কুশপুতুল পোড়াতে হয়েছে। পরের পুজোয় অসুরের মুখ আবার না রুশ-রুশ দেখতে হয়!

আরও পড়ুন