WB Madhyamik Result 2025

শীর্ষ স্থান এ বারও অধরা কলকাতার, প্রথম ২০-র তালিকায় শহরের ১০টি স্কুল

রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা স্কুলের তিন ছাত্রী প্রথম ২০-র তালিকায় জায়গা করে নিয়েছে। এ ছাড়াও তালিকায় রয়েছে হিন্দু স্কুল, নবনালন্দা হাই স্কুল, কমলা গার্লস হাই স্কুল, সংস্কৃত কলেজিয়েট স্কুল, যাদবপুর বিদ্যাপীঠের পড়ুয়ারা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৫:০০
Kolkata schools performs well in Madhyamik 2025 .

রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা স্কুলের তিন ছাত্রী প্রথম ২০-র তালিকায় জায়গা করে নিয়েছে। নিজস্ব চিত্র।

শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়েছে। এ বারে পাশের হারের নিরিখে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে কলকাতা। পূর্ব মেদিনীপুর এবং কালিম্পং-এর পরেই কলকাতার পাশের হার ৯২.৩০ শতাংশ। এই বিষয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের স্বীকারোক্তি, “অন্যান্য বোর্ডের স্কুলগুলি নির্দিষ্ট কিছু জেলাকেন্দ্রিক। প্রান্তিক এলাকাতেও আমাদের বোর্ডের স্কুল রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পাশের হারের সংখ্যা অন্যান্য বোর্ডের তুলনায় কিছুটা কম।” উল্লেখ্য, ২০২৫-এর আইসিএসই পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৮.৭৬ শতাংশ।

Advertisement

মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম ১০-এর মধ্যে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে অবন্তিকা রায়। সে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা স্কুলের ছাত্রী। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে। এই একই স্কুল থেকেই প্রিয়াঙ্কা বিশ্বাস ৬৭৮ নম্বর এবং শময়িতা দত্ত ৬৭৭ পেয়ে প্রথম ২০-র তালিকায় জায়গা করে নিয়েছে। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিষয় নিয়ে পড়তে আগ্রহী প্রিয়াঙ্কাও ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। পড়াশোনার পাশাপাশি, পিয়ানো বাজানো তার শখ। শময়িতা অবশ্য শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখলেও সাম্প্রতিক পরিস্থিতির বিচারে ইঞ্জিনিয়ারিং-এর দিকেই বেশি আগ্রহ প্রকাশ করেছে। তার আশা ছিল, আরও কিছু নম্বর হয়তো সে পেতে পারত।

Toppers of Madhyamik exam 2025.

মাধ্যমিকে রাজ্যের সেরা তিন কৃতী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।

রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার অর্চনা সাঁতরা বলেন, “মেয়েদের সাফল্যে আমরা খুশি। হোমওয়ার্কের বদলে ক্লাসওয়ার্কে বেশি জোর দিয়েছিলাম, যাতে তারা পড়াশোনার প্রতি গুরুত্ব দেয়। এ ছাড়াও অতিমারির পর মোবাইলে আসক্তি কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ করা হয়েছিল, যার ফলে আশানুরূপ ফলাফল হয়েছে। ভবিষ্যতে এই সাফল্যের পথেই বাকিরা যাতে চলে, সেই চেষ্টা করা হবে।”

এ বারের ফলাফলে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, টাকি হাউস গভর্নমেন্ট স্পনসর্ড মাল্টিপারপাস বয়েজ় স্কুল, হিন্দু স্কুল, নবনালন্দা হাই স্কুল, কমলা গার্লস হাই স্কুল, সংস্কৃত কলেজিয়েট স্কুল, শৈলেন্দ্র সরকার বিদ্যালয় গভর্নমেন্ট স্পনসর্ড, সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং যাদবপুর বিদ্যাপীঠের ১৫ জন পড়ুয়া প্রথম ২০-র তালিকায় জায়গা করে নিয়েছে।

তবে, যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য অবশ্য জানিয়েছেন, “স্কুলের সার্বিক ফল ভাল হলেও, প্রথম দশের মেধা তালিকায় পড়ুয়াদের নাম থাকবে, এটা আশা করেছিলাম। মোটের উপর খুব বেশি আনন্দিত নই।”

Advertisement
আরও পড়ুন